Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাঙালি খেলোয়াড়দের স্বার্থে কথা বলাই ‘অপরাধ’, প্রতিবাদ জানিয়ে গ্রেফতার বাংলা পক্ষর সদস্যরা

বাঙালি খেলোয়াড়দের স্বার্থে কথা বলাই ‘অপরাধ’, প্রতিবাদ জানিয়ে গ্রেফতার বাংলা পক্ষর সদস্যরা
 রবিবারই রঞ্জি ট্রফির ম্যাচে বরোদাকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলা। আর সেইদিনই ইডেনের সামনে নীরব প্রতিবাদ করার উদ্দেশ্যে গিয়েছিল বাংলা পক…

 





বাঙালি খেলোয়াড়দের স্বার্থে কথা বলাই ‘অপরাধ’, প্রতিবাদ জানিয়ে গ্রেফতার বাংলা পক্ষর সদস্যরা


 রবিবারই রঞ্জি ট্রফির ম্যাচে বরোদাকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলা। আর সেইদিনই ইডেনের সামনে নীরব প্রতিবাদ করার উদ্দেশ্যে গিয়েছিল বাংলা পক্ষর দল। ভূমিপুত্র সংরক্ষণের দাবি নিয়ে ইডেনে কর্মসূচীর জন্য সামিল হয়েছিল বাংলা পক্ষ। রঞ্জিতে ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে  বাঙালি খেলোয়াড়রা বঞ্চিত কেন? এই কারণেই বাংলা পক্ষর নীরব প্রতিবাদ কর্মসূচী আজ দুপুর তিনটে থেকে ইডেনের সামনে শুরু হওয়ার কথা ছিল।

 বাঙালি বলেই কী ঋদ্ধিমান সাহা উপেক্ষিত? বাংলার রঞ্জি দলে বাঙালি ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে না কেন? বাঙালি খেলয়াড়দের স্বার্থে কথা বলাই ‘অপরাধ’ হয়ে দাঁড়াল। প্রতিবাদ শুরু হতে না হতেই বাংলা পক্ষর সদস্যদের প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে যাওয়া হয়। ইডেনে কর্মসূচীর জন্য যাওয়ার আগে প্রেস ক্লাবের সামনে গ্রেফতার করা হল তাদের। সেখানে ছিলেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদের অন্যতম সদস্য কৌশিক মাইতি, শোয়েব আমিন সহ বেশকিছু জন।

বাংলা পক্ষ বাংলা ক্রীড়া পক্ষর প্রধান জয়দীপ দে -কেও আটক করা হয়েছে। এখন লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে তাদের। গ্রেফতারের পরেও অবশ্য বাংলা পক্ষ জানাচ্ছে, বাঙালি খেলোয়াড়দের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, লড়বে। এই প্রথম নয়, এর আগেও বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণের দাবি নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি দফতরে স্মারকলিপি দিয়েছিল। রঞ্জি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে ভূমিপুত্র সংরক্ষণের দাবি তুলেছিল বাংলাপক্ষ। রীতিমতো ইডেন গার্ডেন্সের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল ওই সংগঠনের সদস্যরা।

No comments