অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী
মোনালিসা আট স্কুলের প্রায় ৩০০ জন কচিকাঁচা থেকে শুরু করে বড়দের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার প্রোগ্রাম শুভারম্ভ হয় রূপনারায়ন নদী পাড় এলাকার ভোলসারা…
অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী
মোনালিসা আট স্কুলের প্রায় ৩০০ জন কচিকাঁচা থেকে শুরু করে বড়দের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার প্রোগ্রাম শুভারম্ভ হয় রূপনারায়ন নদী পাড় এলাকার ভোলসারা গ্রামের প্রেম সাগর মাঠে। রূপনারায়ন নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং জোয়ারের জলের গতিবেগ দেখে কচিকাঁচারা খুবই আনন্দিত এবং উল্লসিত। অনুষ্ঠানের পাশ দিয়েই নদীর জলে নৌকা নিয়ে মাঝি হাল ধরে যাচ্ছে তার জীবিকার সন্ধানে মাছ ধরার জন্য। নদীর জোয়ারের জল তার গতিবেগে কল -কল করে বয়ে যাচ্ছে। আর একটি মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি কচিকাঁচা ছাত্রছাত্রীরা। এপার থেকে ওপারে আরেকটি জেলা হাওড়া কে।মহামারী করোনা আবহের সংক্রামনের জন্য প্রায় দু'বছর স্কুল কলেজ থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের বাড়ি যাওয়া সবাইয়ের নিষিদ্ধ ছিল। গৃহবন্দি অবস্থায় কচিকাঁচা থেকে শুরু করে বাড়ির সবাইকে নিয়ে এক প্রকার থাকতে হয়েছিল। রাজ্য সরকারের কোভিড বিধিনিষেধ মেনে চলা এবং টিকাকরণের কর্মসূচির ফলে প্রায় এক প্রকার সংক্রমণ দূর হয়ে গিয়েছে। সবাই আবার পূর্বের মত প্রাণখোলা পরিবেশ পেয়েছে। মোনালিসা আর্ট স্কুলের প্রধান কর্ণধার তথা শিক্ষক নব কুমার দোলুই তার স্কুলের কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ একটি অঙ্কন প্রতিযোগিতা শুরু করে। সারাদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রূপনারায়ন নদীর পাড় এলাকার। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী গৌরাঙ্গ কুইলা, ম্যাজিশিয়ান তপন বেরা, হলদিয়া নিউজ টুডে পত্রিকার সম্পাদক তপন কুমার জানা, থিম আটিস চন্দন মাইতি, পল্লী উন্নয়ন সমিতির কর্ণধার সুকেশ মিশ্র , গ্রামীণ চিকিৎসক তথা অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সুকান্ত জানা সহ বিভিন্ন ছাত্র-ছাত্রীদের অভিভাবক- অভিভাবিকা গন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিক্ষক কৌশিক অধিকারী । উপস্থিত কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের অভিভাবক -অভিভাবিকা গণেরা খুবই খুশি এবংআনন্দিত হয়েছে রূপনারায়ন নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আর ও খুশি হয়েছে রাজ্য সরকারের কয়েক কোটি টাকা ব্যয়ে ম্যানগ্রোভ বনসৃজন প্রকল্প কিভাবে নদীর চরে তৈরি হচ্ছে। রূপনারায়ন নদীর পাড়ে এই ধরনের একটি প্রতিযোগিতামূলক সারাদিনের অনুষ্ঠানটি করার জন্য ধন্যবাদ জানিয়েছেন মোনালিসা আর্ট স্কুলের শিক্ষক নব কুমার দোলুই কে।
No comments