Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রায় দু'বছর পর আজ থেকে আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা

আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা
প্রায় দু'বছর পর আজ থেকে আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা ১৬ ই ফেব্রুয়ারী ২০২২,  বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ও …

 



আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা


প্রায় দু'বছর পর আজ থেকে আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা

 ১৬ ই ফেব্রুয়ারী ২০২২,  বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ও শিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের নির্দেশ ক্রমে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা দক্ষিন চক্রের অন্তর্গত 'কিশমত শিবরামনগর ১ নং প্রাথমিক বিদ্যালয়' এ শুরু হল বিদ্যালয়ের শ্রেণী কক্ষের মধ্যে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন প্রক্রিয়া। বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের চন্দনে ফোঁটা, গোলাপ ফুল, কলম ও চকোলেট দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হল। বিদ্যালয়ে ফিরতে পেরে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা সকলে খুবই আনন্দিত। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দুর্গেশ চন্দ্র হুতাইৎ, সহ-শিক্ষক মাননীয় সুকান্ত চক্রবর্তী, মাননীয় অনুপ কুমার পাঁজা, মাননীয় স্বপন কুমার মাজী এবং সহ-শিক্ষিকা মাননীয়া সবিতা দাস জানা মহাশয়া।আজ আমাদের বিদ্যালয়ে দীর্ঘ প্রায় ২ বছর পর‌ শুরু হচ্ছে  পুরোদমে পঠন-পাঠন প্রক্রিয়া। যা আমাদের শিক্ষক সমাজের কাছে খুবই আনন্দের বিষয়। আমরা এই ২ বছর সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ে এসেছি, কিন্তু বিদ্যামন্দিরের যারা দেবতা(অর্থাৎ ছাত্র-ছাত্রী) ছাড়া বিদ্যালয় আমাদের কাছে এক ভীষণ দূর্বিসহ হয়ে পড়েছিল। কারণ - ছাত্র-ছাত্রীদের কলরব ব্যতীত বিদ্যালয়ের পরিবেশ কি ভাবে সুন্দর থাকতে পারে? তাই সরকারের এই পুরোদমে বিদ্যালয়ে পঠন-পাঠন শুরুর উদ্যোগকে সাধুবাদ জানাই। দীর্ঘ ২ বছরে প্রায় ৭০% ছাত্র-ছাত্রী পিছিয়ে পড়েছে। তাদের এই ঘাটতি দ্রুত পূর্ণ করতে হবে আমাদের। সবশেষে বলি "আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়"।

No comments