আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা
প্রায় দু'বছর পর আজ থেকে আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা ১৬ ই ফেব্রুয়ারী ২০২২, বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ও …
আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা
প্রায় দু'বছর পর আজ থেকে আগের মতো ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা শুরু করল সমস্ত পড়ুয়ারা
১৬ ই ফেব্রুয়ারী ২০২২, বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ও শিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের নির্দেশ ক্রমে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা দক্ষিন চক্রের অন্তর্গত 'কিশমত শিবরামনগর ১ নং প্রাথমিক বিদ্যালয়' এ শুরু হল বিদ্যালয়ের শ্রেণী কক্ষের মধ্যে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন প্রক্রিয়া। বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের চন্দনে ফোঁটা, গোলাপ ফুল, কলম ও চকোলেট দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হল। বিদ্যালয়ে ফিরতে পেরে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা সকলে খুবই আনন্দিত। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দুর্গেশ চন্দ্র হুতাইৎ, সহ-শিক্ষক মাননীয় সুকান্ত চক্রবর্তী, মাননীয় অনুপ কুমার পাঁজা, মাননীয় স্বপন কুমার মাজী এবং সহ-শিক্ষিকা মাননীয়া সবিতা দাস জানা মহাশয়া।আজ আমাদের বিদ্যালয়ে দীর্ঘ প্রায় ২ বছর পর শুরু হচ্ছে পুরোদমে পঠন-পাঠন প্রক্রিয়া। যা আমাদের শিক্ষক সমাজের কাছে খুবই আনন্দের বিষয়। আমরা এই ২ বছর সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ে এসেছি, কিন্তু বিদ্যামন্দিরের যারা দেবতা(অর্থাৎ ছাত্র-ছাত্রী) ছাড়া বিদ্যালয় আমাদের কাছে এক ভীষণ দূর্বিসহ হয়ে পড়েছিল। কারণ - ছাত্র-ছাত্রীদের কলরব ব্যতীত বিদ্যালয়ের পরিবেশ কি ভাবে সুন্দর থাকতে পারে? তাই সরকারের এই পুরোদমে বিদ্যালয়ে পঠন-পাঠন শুরুর উদ্যোগকে সাধুবাদ জানাই। দীর্ঘ ২ বছরে প্রায় ৭০% ছাত্র-ছাত্রী পিছিয়ে পড়েছে। তাদের এই ঘাটতি দ্রুত পূর্ণ করতে হবে আমাদের। সবশেষে বলি "আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়"।
No comments