কলেজে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ
অনলাইনে ক্লাস চলেছে,তাই পরীক্ষা নিতে হবে অনলাইনে।অফলাইনে তাঁরা পরীক্ষা দেবেন না,এই দাবি তুলে বুধবার হলদিয়ার ডক্টর মেঘনাদ সাহা পলিটেকনিক কলেজ চত্বরে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা।কলেজ কর্তৃপক্ষ জানিয়…
কলেজে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ
অনলাইনে ক্লাস চলেছে,তাই পরীক্ষা নিতে হবে অনলাইনে।
অফলাইনে তাঁরা পরীক্ষা দেবেন না,এই দাবি তুলে বুধবার হলদিয়ার ডক্টর মেঘনাদ সাহা পলিটেকনিক কলেজ চত্বরে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন,পঞ্চম সেমেস্টারের পরীক্ষা অফলাইনে হবে।তা মানতে নারাজ পড়ুয়ারা।
এদিন সকাল দশটা নাগাদ প্লাগার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।তাদের দাবি আমরা পরীক্ষার বিরুদ্ধে নয়,পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে।ক্লাস হল গুগুল মিটে,পরীক্ষা হবে বেঞ্চে বসে।
বিভিন্ন বিভাগের প্র্যাকটিক্যাল ক্লাস ল্যাবে বসে হাতে-কলমে করতে পারেনি বলেও জানিয়েছেন পড়ুয়ারা।
Yes. We want to online examination
ReplyDelete