সততার এক অনবদ্য নজির
দুর্গাচক স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে অর্ঘ্যদেব পাহাড়ী তার অসুস্থ পিতাকে উডল্যান্ড এ ভর্তি করান । সাথে ছিল তার দিদি বৃথী ও ভাগনা অর্কদেব । বৃথী ও ভাগনা রাতে ফিরে আসেন। ভাগনা গাড়িতে তার মানিব্যাগটা ফেলে আসে…
সততার এক অনবদ্য নজির
দুর্গাচক স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে অর্ঘ্যদেব পাহাড়ী তার অসুস্থ পিতাকে উডল্যান্ড এ ভর্তি করান । সাথে ছিল তার দিদি বৃথী ও ভাগনা অর্কদেব । বৃথী ও ভাগনা রাতে ফিরে আসেন। ভাগনা গাড়িতে তার মানিব্যাগটা ফেলে আসে। সন্ধের সময় দিদি গাড়ির মালিক ঘনশ্যাম দাস কে ফোন করেন তিনি আশ্বস্ত করেন গাড়িতে থাকলে তারা ঠিক পেয়ে যাবেন। সরস্বতী পুজোর ছেলের মন খারাপ। বৃথী সকালে উঠে ফোন করেন ঘনশ্যামকে। ঘনশ্যাম ড্রাইভার কে পাঠিয়েছে দেখেন এটিএম সমেত মানিব্যাগ সিটের তলায় পড়ে রয়েছে। বৃথী বাড়িতে ওটা নিয়ে আসেন। পুজোর দিনে মা ও ছেলে দুজনের মুখে হাসি ফিরে আসে। উনারা ঘনশ্যাম মহাশয় কে কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ জ্ঞাপন করেন। বৃথী বলেন সমাজে এই ধরনের মানুষ আছে বলেই পৃথিবীর মনুষ্যত্ব বোধ আজও বিরাজ করছে।
No comments