Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্বাচন বিধিভঙ্গ গভীর রাতে এগরা পৌরসভার ১৩ নং ওয়ার্ডে পটাশপুরের কর্মাধ্যক্ষ

নির্বাচন বিধিভঙ্গ গভীর রাতে এগরা পৌরসভার ১৩ নং ওয়ার্ডে পটাশপুরের কর্মাধ্যক্ষ
যেখানে নির্বাচন বিধি লাগু হয়েছে,মে 25/02/22তাং প্রচারের শেষ বিকাল 5টা,তার পর কোন প্রচার কিংবা, পৌরসভার ভোটার নয় এমন কোন লোক পৌরসভায় থাকতে পারবেনা, ওয…

 




নির্বাচন বিধিভঙ্গ গভীর রাতে এগরা পৌরসভার ১৩ নং ওয়ার্ডে পটাশপুরের কর্মাধ্যক্ষ


যেখানে নির্বাচন বিধি লাগু হয়েছে,মে 25/02/22তাং প্রচারের শেষ বিকাল 5টা,তার পর কোন প্রচার কিংবা, পৌরসভার ভোটার নয় এমন কোন লোক পৌরসভায় থাকতে পারবেনা, ওয়ার্ডে ঢুকতে পারবে না।অথচ নির্বাচন কমিশন তথা পুলিশের নাকের ডগায় গতকাল 25/02/22,গভীর রাতে এগরা পৌরসভায় 13নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে পটাশপুর 1, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিজে বাহিনী নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তাঁদের এলাকার সাধারণ মানুষ ঘিরে ফেলে,বিক্ষোভ দেখায় এবং গাড়ি তল্লাশি করলে ঐ কর্মাধ্যক্ষ এর গাড়ি থেকে মদের বোতল পাওয়া যায়। এরা আইসির সামনে পুরো ঘটনা ঘটলেও পুলিশ দর্শকের ভূমিকা পালন করলে।

গতকাল রাত্রি ১.৩০ কার সময়।

পটাশপুর ১ এর কর্মাধক্ষের নেতৃত্বে হার্মাদ বাহিনী ১৩ নং ওয়ার্ডে ঘাঁটি গেড়েছিল। আমাদের কার্যকর্তা ও পাড়ার লোকেদের সহযোগিতায় ধরা পড়ার পরে পুলিশ থানায় নিয়ে এলে সেখানে পুলিশ ও স্থানীয় লোকেদের উত্তম বারিকের নাম নিয়ে গালাগালি করতে থাকে ও দেখে নেওয়ার হুমকি দেখিয়ে বেরিয়ে যায়। এগরা আই সি নীরব দর্শকের ভূমিকা পালন করে । 

আমরা আশঙ্কা প্রকাশ করছি এই রকম প্রচুর বহিরাগত হার্মাদ লুকিয়ে আছে বিভিন্ন স্থানে,ভোটের দিন সন্ত্রাস করার লক্ষে।  আমরা ও প্রস্তুত আছি সমস্ত ধরনের নোংরামি র প্রতিরোধ করার জন্য।

বিশেষত ঃ ১ , ৩ , ৫, ৬, ৮ , ১১, ১২ নং ওয়ার্ড ।

বিজেপির অভিযোগ গভীর রাতে এলাকায় সাধারন মানুষদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে ভোট দেওয়ার কথা বলে। সেই সময় এলাকার মানুষজন ওই কর্মাধ্যক্ষ ঘিরে ধরে তাঁর গাড়ি তল্লাশি করলে তাঁর গাড়ি থেকে পেটি ভর্তি মদের বোতল পাওয়া যায়। 

মা দেখে এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পুলিশকে জানালেও পুলিশ নীরব ভুমিকা পালন করে।

তবে এমন অভিযোগ তৃণমূল নস্যাৎ ভাবে উড়িয়ে দিয়ে বলে বিজেপি মিথ্যা অভিযোগ করছে নিজের অপরাধ ঢাকতে তৃণমূলের ওপর আঙ্গুল তুলছে।

No comments