ডিপটিওলের পাম্প চালাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু পৌড় কৃষকের
প্রদীপ কুমার মাইতি,ডিপটিওলের পাম্প চালাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরের পটাশপুরের খাড় গ্রামের বিভূতি ভুঁই (৬১)নামে এক কৃষকের।গ্রামের আশা মুক…
ডিপটিওলের পাম্প চালাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু পৌড় কৃষকের
প্রদীপ কুমার মাইতি,ডিপটিওলের পাম্প চালাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরের পটাশপুরের খাড় গ্রামের বিভূতি ভুঁই (৬১)নামে এক কৃষকের।
গ্রামের আশা মুকুল দাস মহাপাত্রের বাড়ির ডিপটিওয়েল চালিয়ে চাষের জমিতে জল দেওয়ার কাজ করতেন বিভূতি ভুঁই। তাঁদের ডিপটিওয়েল দেখাশোনা করার পাশাপাশি চাষের জমিতে জল দেওয়ার জন্য হুকিং করে ডিপটিওলের পাম্প চালিয়ে চাষের জমিতে জল দিতেন। নিত্যদিনের মতো এইদিনেও কৃষক বিভূতি ভুঁই মুকুল বাবুর বাড়ির ডিপটিওলের পাম্প মিটার থেকে হুকিং করে চালিয়ে চাষের জমিতে জল দেওয়ার সময় কাটা তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিভূতি ভুঁই এর।
বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও ছুটে আসেনি ডিপটিওলের মালিক মুকুল দাস মহাপাত্র। ক্ষোভে মৃত বিভূতি ভুঁই এর ছেলে রাজকুমার ভুঁই দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। এমন ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
No comments