SUCI(C) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে নিম্নলিখিত চিঠি দিয়েছেন -
মাননীয় মুখ্যমন্ত্রী পঃ বঃ সরকার নবান্ন, কলকাতাবিষয় – মদের ‘ই-রিটেল’ বা ‘দুয়ারে মদ’ প্রকল্পমহাশয়, আমরা জানতে পেরেছি যে রাজ্য সরকারের আবগারি দপ্ত…
SUCI(C) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে নিম্নলিখিত চিঠি দিয়েছেন -
মাননীয় মুখ্যমন্ত্রী পঃ বঃ সরকার নবান্ন, কলকাতা
বিষয় – মদের ‘ই-রিটেল’ বা ‘দুয়ারে মদ’ প্রকল্প
মহাশয়,
আমরা জানতে পেরেছি যে রাজ্য সরকারের আবগারি দপ্তর থেকে মদের জন্য ‘ই-রিটেল’ পোর্টাল চালু করা হয়েছে যাকে দপ্তরের অনেকেই ‘দুয়ারে মদ’ প্রকল্প বলে অভিহিত করেছেন। মদের ব্যবসার বিকাশ এবং তার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির জন্য যে এই প্রকল্পটি চালু করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গত আগস্ট ২০২১-এ এই প্রকল্প চালু হলেও অনলাইনে ইচ্ছুক ক্রেতাদের এতদিন বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা মদের দোকানকেই করতে হত। এরফলে প্রকল্পটি খুব সক্রিয় হয়নি। পরিষেবাকে আরও তৎপর এবং ব্যবসাকে আরও লাভজনক করার উদ্দেশ্যে সরকার কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ের ৪টি পেশাদারি সংস্থার সাথে চুক্তি করতে চলেছে। এই খবর আমাদের উদ্বিগ্ন করেছে। স্বাভাবিক অভিজ্ঞতা থেকে আমরা জানি, মদের বিক্রি যত বাড়বে তত সাংস্কৃতিক অবক্ষয় বাড়বে, পারিবারিক অশান্তি বাড়বে, গরীব মানুষ আরও নিঃস্ব হবে, নারী নির্যাতন বাড়তেই থাকবে। কেবল রাজস্ব বৃদ্ধির জন্য কোন সরকার এমন কাজ করতে পারেনা। আমরা জানি স্বাধীনতা আন্দোলনের সময় জাতীয় আন্দোলনের সর্বস্তরের নেতারা মাদক প্রসারের বিরুদ্ধে কত লড়াই করেছিলেন। স্বাধীনতা উত্তর যুগে একটি দল যার নামের সঙ্গে ‘কংগ্রেস’ কথাটি যুক্ত আছে সেই দলের পরিচালিত সরকার মদের ব্যবসাকে কেমন করে রাজস্ব বৃদ্ধির অন্যতম মুখ্য উপায় হিসাবে বিবেচনা করতে পারে – তা আমাদের কাছে বোধগম্য নয়।
আমরা আপনার সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি করছি।
ধন্যবাদান্তে চণ্ডীদাস ভট্টাচার্য সম্পাদকতাং
২৯-০১-২২
No comments