Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা রেফারি এ্যসোসিয়েশান এর সভায় সংস্থার পরিচালন কমিটি গঠিত হয়

আজ হলদিয়ার পুনর্বাসন শিক্ষা নিকেতনে পূর্ব মেদিনীপুর জেলা রেফারি এ্যসোসিয়েশান এর সভায়   সংস্থার পরিচালন কমিটি গঠিত হয়
          ।। নবনির্বাচিত কমিটি।।সভাপতি- শশধর পাত্র,কার্যকরী সভাপতি- সাম্য চক্রবর্তী সহ সভাপতি-           শঙ্ক…

 




আজ হলদিয়ার পুনর্বাসন শিক্ষা নিকেতনে পূর্ব মেদিনীপুর জেলা রেফারি এ্যসোসিয়েশান এর সভায়   সংস্থার পরিচালন কমিটি গঠিত হয়


          ।। নবনির্বাচিত কমিটি।।

সভাপতি- শশধর পাত্র,

কার্যকরী সভাপতি- সাম্য চক্রবর্তী 

সহ সভাপতি-

           শঙ্করীপ্রসাদ প্রামানিক

          ওহাদুর রহমান

          পরেশনাথ সৎপতি

সাধারণ সম্পাদক-

                        ত্রিদিবনাথ হাজরা 

সহ সম্পাদক- 

                       স্বরূপ গুছাইত

                       অসিত বরন জানা

                       অর্ধেন্দু বিকাশ মাইতি

কোষাধ্যক্ষ -    সঞ্জীব শেঠ

হিসাব পরীক্ষক- সঞ্জয় মাইতি

সদস্য-            দীপনারায়ন জানা   ভাগ্যধর বের  গৌতম দাস  কৃষ্ণেন্দু সাহ  ধ্রুবজ্যোতি ভূঞ্যা সবিতাব্রতব্রম্ভচারী    মধুসূ মাকড়


১৭জন সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী ৩ বছর সংস্থার পরিচালনার দায়িত্বে থাকবেন।

 সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়ে জেলার অন্যতম ক্রীড়া সংগঠক  ত্রিদিবনাথ হাজরা বলেন সকলকে সাথে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা রেফারি এ্যসোসিয়েশান এর সার্বিক উন্নয়নে তিনি সচেষ্ট হবেন। সময়মতো রেফারি পরীক্ষা, রেফারির দক্ষতা বাড়াতে AIFF ও CRA থেকে প্রশিক্ষক এনে তাদের জন্য সেমিনারের ব্যবস্থা করবেন। এছাড়া তিনি জেলা সংস্থার অধীনে থাকা চারটি মহকুমা রেফারি এ্যসোসিয়েশান এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

No comments