স্ব সহায়িকা গ্রুপের মহিলাদের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া পূর্ব মেদিনীপুর জেলার আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার দায়িত্ব পাওয়ার পর আজ হলদিয়া স্ব সহায়িকা মহিলা গ্রুপের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সমর্থিত করলেন শিবনাথ বাবুকে। শিবনাথ…
স্ব সহায়িকা গ্রুপের মহিলাদের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া
পূর্ব মেদিনীপুর জেলার আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার দায়িত্ব পাওয়ার পর আজ হলদিয়া স্ব সহায়িকা মহিলা গ্রুপের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সমর্থিত করলেন শিবনাথ বাবুকে। শিবনাথ বাবু বলেন আমি অভিনন্দন জানাই সকল মহিলাদের যারা আমাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করলেন ।সকলে ভাল থাকুন আনন্দে থাকুন এই কামনা করি।
No comments