গুয়াবেড়িয়া গ্রামের সুভাষ পাত্রের বাড়ি থেকে আহত প্যাঁচা উদ্ধার
22 শে জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা এলাকার গুয়াবেড়িয়া গ্রামের সুভাষ পাত্রের বাড়ি থেকে একটা আহত প্যাচাঁ উদ্ধার করা হয় সুভাস বাবু জানান কতগুলি কাক প…
গুয়াবেড়িয়া গ্রামের সুভাষ পাত্রের বাড়ি থেকে আহত প্যাঁচা উদ্ধার
22 শে জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা এলাকার গুয়াবেড়িয়া গ্রামের সুভাষ পাত্রের বাড়ি থেকে একটা আহত প্যাচাঁ উদ্ধার করা হয় সুভাস বাবু জানান কতগুলি কাক প্যাঁচা এটিকে নানাভাবে আক্রমণ করে ফলে প্যাঁচা টি অসুস্থ হয়ে পড়ে।
পরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের কার্যকারী সভাপতি নকুল চন্দ্রঘাঁটি' ও কোষাধ্যক্ষ মহাপাত্র কে খবর দেওয়া হয় তৎক্ষণাৎ উপস্থিত হয়ে পেঁচা টি উদ্ধার করে নিয়ে আসে সেবা-শুশ্রূষা করে বন দপ্তরের বালুহাটা বিট হাউসের আধিকারিক দয়াল পন্ডা ও জ্যোতির্ময় বর্মনের হাতে প্যাচাঁ টি তুলে দেন নকুল চন্দ্র ঘাঁটি, মলয় মহাপাত্র , মনীন্দ্রনাথ গায়েন প্রমূ
No comments