প্রতিবন্ধী স্কুলে সেলাই মেশিন উপহার ও মাস্ক বিলি
প্রতিবন্ধকতাকে হারিয়ে আজ ওরা সমাজের উন্নতির অগ্রগতির সাথে নিজেদের সামিল করেছেন,মহিষাদল প্রতিবন্ধী মনোবিকাশ কেন্দ্র স্কুলে নিজেরাই বাগান সাজানো থেকে শুরু করে ব্যাগ তৈরী,জামা সেলাই সহ…
প্রতিবন্ধী স্কুলে সেলাই মেশিন উপহার ও মাস্ক বিলি
প্রতিবন্ধকতাকে হারিয়ে আজ ওরা সমাজের উন্নতির অগ্রগতির সাথে নিজেদের সামিল করেছেন,মহিষাদল প্রতিবন্ধী মনোবিকাশ কেন্দ্র স্কুলে নিজেরাই বাগান সাজানো থেকে শুরু করে ব্যাগ তৈরী,জামা সেলাই সহ আরও নানান কাজে নিজেদের জীবন সংগ্রাম লড়াই লড়ে চলেছেন
ওঁদের নিজেদের কাজের অগ্রগতিকে আরও ত্বরাম্বিত করতে সেলাই মেসিন উপহার তুলে দিলেন বিশিষ্ট সমাজ সেবী ও এস.ডি এন্টারপ্রাইজের কর্নধার সুখেন প্রধান
ঐ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক বরুন পান্ডে বলেন আমাদের স্কুলের প্রায় ১০০ জন ছাত্র ছাত্রী রয়েছে ওরা নিজেরা নিজেদের পড়াশুনোর খরচ চালানোর জন্য কেউ ব্যাগ তৈরী করে,কেউ জামা সেলাই থেকে বিভিন্ন ধরনের হাতের কাজ করে আয় করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করে চলেছে,আজ সুখেন বাবুর কাছ থেকে এই উপহারটা ওদের আয়ের নতুন দিক দেখালো,আমরা স্কুলের পক্ষ থেকে ওনার কাছে চীর কৃতঙ্গ থাকবে
No comments