হলদিয়া বাড় উত্তর হিংলী গ্রামে পুষ্যাভিষেক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবর্তোভাবে উৎসর্গ পুষ্যাভিষেক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবর্তোভাবে উৎসর্গ ভক্তিবেদান্ত গীতা একাডেমী বাড় উওর হিংলী স্বদেশ রঞ্জন বৈতালিক তার বা…
পুষ্যাভিষেক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবর্তোভাবে উৎসর্গ ভক্তিবেদান্ত গীতা একাডেমী বাড় উওর হিংলী স্বদেশ রঞ্জন বৈতালিক তার বাড়িতেই কভিদ বিধি মেনে ১৬-১৭ জানুয়ারি দুদিন স্মৃতির উদ্দেশ্যে ইসকন গীতা একাডেমীর উদ্যোগে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুষ্যাভিষেক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবর্তোভাবে উৎসর্গ করার উৎসবগুলির মধ্যে অন্যতম একটি উৎসব। সাধারণ শীতকালে বিভিন্ন ধরনের ফুল ফোটার সময়। হলদিয়া রাধা পার্থসারথি মন্দির ইসকন লক্ষ্মী গোবিন্দ দাস বলেন এই ফুলগুলি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর ও সুগন্ধিযুক্ত। আর এই আকর্ষনীয় ফুলগুলি শ্রীকৃষ্ণেকে সন্তুষ্টি বিধানার্থে এমনভাবে অর্পন করা হয় যে, যার ফলে শ্রীবিগ্রহগণের অভিষেক সাধিত হয় এবং ফুলে ফলে বিগ্রহগণ ঢাকা পড়ে। যা শ্রীকৃষ্ণকে ঋতু অনুসারে সবচেয়ে সুন্দর মনোমুগ্ধকর, আকর্ষণীয় ও ভাল বস্তুটি নিবেদনের শিক্ষা প্রদান করে। এই রকম সবচেয়ে ভাল বস্তু নিবেদনের শিক্ষা ভগবান শ্রীকষ্ণের মহান মহান ভক্তদের জীবন চরিত্রে দেখতে পাই। যেমন সবচেয়ে সুগন্ধিযুক্ত অগুরু এবং চন্দন যা শুধু মথুরা রাজা কংসের জন্য অতি যত্নের সাথে পুষ্প প্রস্তুত করে নিয়ে যেত। পরে কংসের পরিবর্তে শ্রীকৃষ্ণকে সমস্ত সুগন্ধিযুক্ত চন্দন অর্পন করে তাঁর কৃপা কণা লাভ করে। একইভাবে বৃদ্ধা ফলওয়ালী যিনি বৃন্দাবনের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ফল বিক্রি করতেন। তিনিও তার ঝুড়ির সমস্ত ফল শ্রীকৃষ্ণকে নিবেদন করে তাঁর বিশেষ করুনা লাভ করে। অন্যদিকে রামভক্ত নিজে একটু করে খেয়ে বাছাই করে শ্রীরামের জন্য জমা করেছিলেন আর শ্রীরামচন্দ্র তা প্রীতিভাবে গ্রহণ করে সৌভরিকে করুনা করেন। এইভাবে ভগবানকে নিবেদন করার ঘটনা বহু ভক্তের জীবনীতে দেখা যায়। তারই পরিবর্তে বর্তমানে ইস্কন মন্দিরগুলি ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প নিবেদনের উৎসবটি আড়ম্বর পূর্ণভাবে পালন করে আসছে এবং উৎসবটি পৌষ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে হয়। সেই দিন ইস্কন মন্দির গুলিতে নানা রকম আয়োজন থাকে। পুষ্প দিয়ে মহাঅভিষেকের পাশা পাশি থাকে দিনব্যাপী হরিনাম সংকীর্তন, কৃষ্ণকথা পরিবেশন এবং কৃষ্ণ প্রসাদ বিতরণ ইত্যাদি এই উৎসবে আপরা প্রতেকেই অংশগ্রহন করে ভগবান শ্রীকৃষ্ণেকে সবর্তো উৎসর্গ করে যে করুণা লাভ হয় তার অংশীদারি হতে পারেন।এজন্য আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নন্দনকানন ‘শ্রীশ্রী রাধামাধব মন্দির`কর্তৃক এক প্রেমময় পুষ্পাভিষেকের আয়োজন করা হয়েছে।যার মাধ্যমে আমরা প্রেমসহকারে ভগবানকে পুষ্প নিবেদন করতে পারব। উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই নিমন্ত্রিত।যারা আসতে পারবেন না তারা নিজ নিজ জেলায় ইসকন মন্দিরে গিয়ে ভালবাসার মাধ্যমে ভগবানকে পুষ্প নিবেদন করবেন। সকলেই কৃপা করবেন আমি যেন পূর্ণ ভালবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে ভগবানকে পুষ্প অর্পণ করতে পারি। আজ পুষ্যাভিষেক হচ্ছে ভগবানের অভিষেক। ইসকন থেকে আগত ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। হরে কৃষ্ণ
No comments