Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবিভক্ত মেদিনীপুর জেলার চিরস্মরণীয় জনসেবক ও স্বাধীনতা সংগ্রামী ডাঃ রাসবিহারী পালের ১১৮ তম জন্মদিবস বিভিন্ন সংগঠন ও সমাজসেবী প্রতিষ্ঠান সমূহের অায়োজনে পালিত হয়।কাঁথি টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠ সংলগ্ন শিশু পার্কে প্রয়াত জননেতা ডাঃ…

 
অবিভক্ত মেদিনীপুর জেলার চিরস্মরণীয় জনসেবক ও স্বাধীনতা সংগ্রামী ডাঃ রাসবিহারী পালের ১১৮ তম জন্মদিবস বিভিন্ন সংগঠন ও সমাজসেবী প্রতিষ্ঠান সমূহের অায়োজনে পালিত হয়।কাঁথি টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠ সংলগ্ন শিশু পার্কে প্রয়াত জননেতা ডাঃরাসবিহারী পালের মর্মরমূর্তি তে মাল্যদান করে কাঁথি সাংস্কৃতিক মঞ্চের পক্ষে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গোলক বিশ্বাস, অরুণ ঘোষ,দীপু খাঁন,জাহির খাঁন, প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন জননেতা তথা স্বাধীনতা সংগ্রামী প্রয়াত ডাঃরাসবিহারী পাল প্রকৃত অর্থে জনসেবক ছিলেন। অবিভক্ত মেদিনীপুর জেলা তথা অবিভক্ত কাঁথি মহকুমার উন্নয়নের রূপকার ছিলেন ডাঃ রাসবিহারী পাল।তাঁর অনাড়ম্বর জীবনযাত্রা,মৃদুভাষী ব্যবহার,সামাজিক দায়বদ্ধতা ও গনতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে দিশারী হয়ে অাছে বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন। ডাঃ রাসবিহারী পাল অবিভক্ত মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রাইমারী স্কুল কাউন্সিলের চেয়ারম্যান, এমএলএ,এমলসি প্রভৃতি বিভিন্ন পদে অাসীন ছিলেন। কখনও পদের অহংকার তাঁকে গ্রাস করেনি।দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাবমূর্তি তাঁর জনজীবনের মূল চালিকাশক্তি ছিল বলে উল্লেখ করেন মামুদ হোসেন। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ কে তুলে ধরতে সকলকে উদ্যোগী হওয়ার অাহ্বান জানান প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন।

No comments