Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি আদালতে বিচারক-আইনজীবি-মক্কেলদের জন্যে কোভিড টীকাকরন কেন্দ্র

কাঁথি আদালতে বিচারক-আইনজীবি-মক্কেলদের জন্যে কোভিড টীকাকরন কেন্দ্র

সারা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা আদালতে বিচারক-আইনজীবি-মক্কেলদের জন্যে আদালত চত্বরে বসলো করোনা ভ্যাকসিন প্রদান ক্যাম্প। কাঁথি পৌরসভা স্বা…

 




কাঁথি আদালতে বিচারক-আইনজীবি-মক্কেলদের জন্যে কোভিড টীকাকরন কেন্দ্র



সারা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা আদালতে বিচারক-আইনজীবি-মক্কেলদের জন্যে আদালত চত্বরে বসলো করোনা ভ্যাকসিন প্রদান ক্যাম্প। কাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তর এর উদ্যোগে এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা ও পরিবার কল্যান দফতরের সহায়তায় অনুষ্ঠিত এই কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন 


 উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী  অখিল গিরি।

 এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথির পৌর প্রশাসক  হরিসাধন দাস অধিকারী ,ভাইস চেয়ারম্যান দেবাশীষ পাহাড়ি, স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসক সুপ্রকাশ গিরি, প্রশাসক  সঞ্জয় মিশ্র, পৌর স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাঃঅনুতোষ পট্টনায়ক ,হেলথ কো-অর্ডিনেটর  সুস্মিত মিশ্র প্রমূখ।


শিবিরের উদ্বোধন করে রাজ্যের মৎস্য মন্ত্রী  অখিল  গিরি বলেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে অতি সহজে ভ্যাকসিন পৌঁচ্ছে দিতে কাঁথি পৌরসভা ও তার স্বাস্থ্য দফতর একের পর এক উদ্যোগ গ্রহন করে চলেছে।এদিন আদালত বিল্ডিং এর মধ্যে এই পরিষেবা প্রদানের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।এই ভাবে সকল মানুষের কাছে দ্রুততার সাথে কোভিড ভ্যাকসিন পৌঁছে দেবার কর্মসূচী বজায় রাখতে পৌরসভার স্বাস্থ্য দফতরকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি ।কাঁথি পৌরসভার পৌর স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাঃঅনুতোষ পট্টনায়ক বলেন এই সেন্টারে বিচারক,আইনজীবি ও আদালতের কর্মীরা নিজেরা এবং তাঁদের পরিবারের সদস্যরাও বুস্টার ডোজ নিতে পারবেন।সেই সাথে আদালতে আসা সাধারন মানুষেরাও তাঁদের বুস্টার ডোজ নিতে পারবেন।এদিনের অনুষ্ঠানে কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভদীপ বেরা, সভাপতি প্রভাংশু সামন্ত  , সহসভাপতি কৃষ্ণেন্দু মাইতি,সহসম্পাদক সৈকত সাউ,ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন আইনজীবী রামকৃষ্ণ পণ্ডা ও অমিত ত্রিপাঠী

No comments