পদ্ম শিবিরের মোহ ভেঙ্গে ঘাসফুলের যোগদান??
একুশে বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের নজর ছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। সেখানে হেভিওয়েট প্রার্থী ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারি প্রতিদ্…
পদ্ম শিবিরের মোহ ভেঙ্গে ঘাসফুলের যোগদান??
একুশে বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের নজর ছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। সেখানে হেভিওয়েট প্রার্থী ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারি প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএমের মনোনীত প্রার্থী রাজ্য যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি। ত্রিমুখী লড়াইয়ের মধ্য দিয়ে কয়েক হাজার ভোটে জয়লাভ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপর থেকেই নন্দীগ্রাম সহ সারা জেলায় নির্বাচনি পরবর্তী খুন সন্ত্রাস লেগেই থাকে। সেই নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকায় সিবিআই, সিআইডি এবং রাজ্যের রাজ্যপাল পরিদর্শনে গেছেন। নন্দীগ্রামে অস্থির পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সভা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিভিন্ন কর্মসূচি থাকলেও এই পদ্ম শিবির থেকে ভেঙে ঘাসফুল তৃণমূলে আজ কয়েক শ কর্মী যোগদান করলেন আবু সুফিয়ানের হাত ধরে। প্রসঙ্গত, নন্দীগ্রাম-১ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজ সকালে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক বিজেপি পরিবার বিজেপি নেতা শঙ্কর দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি ,মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন এজেন্ট শেখ সুফিয়ান,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ রঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
No comments