হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমবায় সমিতির সমন্বয় সম্মেলনবাড় উত্তর হিংলি সমবায় সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয় হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৭ টি সমবায় সমিতির সমন্বয় সম্মেলন। একশো কুড়ি জন প্রতিনিধি নিয়ে আজকের এই স…
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমবায় সমিতির সমন্বয় সম্মেলন
বাড় উত্তর হিংলি সমবায় সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয় হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৭ টি সমবায় সমিতির সমন্বয় সম্মেলন। একশো কুড়ি জন প্রতিনিধি নিয়ে আজকের এই সম্মেলন শুরু হয় ।সম্মেলনের শুরুতেই উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির এলাকা সমবায় সমিতির সম্পাদক সভাপতি এবং ডাইরেক্টর। উদ্বোধন করেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহাব আলি, পঞ্চায়েত সমিতির শিক্ষা ও তথ্য ও জনসংযোগ কর্মাধক্ষ্য আলোক রঞ্জন দাস প্রমূখ সমবায় সমিতির ম্যানেজার বিবেক রঞ্জন প্রধান। সঞ্চালনা করেন সমন্বয় চকদ্বীপা সমবায় সমিতি ডাইরেক্টর মিহির দাস।
No comments