কাঁথি-১ ব্লকের সাবাজপুটে ৬৭ তম বর্ষের অাদি সার্বজনীন রটন্তী কালীপূজা ও ৭ দিনের মেলার উদ্বোধনী
কাঁথি-১ ব্লকের সাবাজপুটে ৬৭ তম বর্ষের অাদি সার্বজনীন রটন্তী কালীপূজা ও ৭ দিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠান অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন…
কাঁথি-১ ব্লকের সাবাজপুটে ৬৭ তম বর্ষের অাদি সার্বজনীন রটন্তী কালীপূজা ও ৭ দিনের মেলার উদ্বোধনী
কাঁথি-১ ব্লকের সাবাজপুটে ৬৭ তম বর্ষের অাদি সার্বজনীন রটন্তী কালীপূজা ও ৭ দিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠান অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূজা কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাউ।
স্বাগত ভাষণ দেন পূজা কমিটির সম্পাদক রামগোবিন্দ দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি, বিডিও তুহিন কান্তি ঘোষ,জেলা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, বিশিষ্ট সমাজসেবী অানোয়ার উদ্দিন, পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি তানিয়া জানা, অানিন সোহেল ,গ্রাম প্রধান নমিতা দাস,কর্মাধ্যক্ষ সুনীত পট্টনায়ক, সম্পাদক রামগোবিন্দ দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সকলেই সামাজিক মেলবন্ধন ও মানবসেবা র মহান দায়িত্ব ও কর্তব্য পালনে সবাই কে ব্রতী হওয়ার অাহ্বান জানান।
No comments