Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় শিল্পাঞ্চল এলাকায় জনতার দুয়ারে মন্ত্রী

হলদিয়া পৌরসভা কাজের তদারকি করবেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র
হলদিয়ায় শিল্পাঞ্চল এলাকায় জনতার দুয়ারে  মন্ত্রী
বিস্তারিত বক্তব্য শুনতে ক্লিক করুন।https://youtu.be/KXs8re92fhQপূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া একু…

 



হলদিয়া পৌরসভা কাজের তদারকি করবেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র


হলদিয়ায় শিল্পাঞ্চল এলাকায় জনতার দুয়ারে  মন্ত্রী


বিস্তারিত বক্তব্য শুনতে ক্লিক করুন।https://youtu.be/KXs8re92fhQ

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া একুশে বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। সেজন্য এলাকার মানুষের বিধায়ক সার্টিফিকেট এবং বিধানসভা এলাকায় কিছু কর্মসূচি থাকেন সেগুলো যথাযথ জায়গায় পৌঁছানো যায় না সেজন্যই হলদিয়া পৌরসভা একটি বিল্ডিং এ আজ থেকে প্রতি শনিবার করে আসবেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলা কমিটির অন্যতম নেতৃত্ব বিধায়ক ও মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।


তিনি বলেন কাস্ট সার্টিফিকেট স্টুডেন্টদের আর্থিক অনুদান পেতে গেলে এমএলএ অথবা বিধায়ক এর সার্টিফিকেট খুবই প্রয়োজন। আমাদের বহু কর্মী রয়েছেন সেখানে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হয়।সে কারণে এখানে অন্যদলের বিধায়ক নির্বাচিত হয়েছেন সেজন্য আমাদের কর্মীরা বিভিন্ন দিক থেকে সরকারের প্রকল্পগুলি থেকে বঞ্চিত হয়ে যান। সেজন্যই আমাদের মা মাটি মানুষের সরকারের প্রতিনিধি এমএলএ বা বিধায়ক যেখানে নেই সেখানে আমরা নির্দিষ্ট দিন করে সেইসব এলাকায় আমরা যাব। যাতে রাজ্যে উন্নয়নের প্রকল্প গুলি রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ বাদ না পড়ে। তিনি উল্লেখ করলেন ময়না, চন্ডিপুর, কাঁথি,তমলুক, বিভিন্ন জায়গায় তিনারা দুই মন্ত্রী  সৌমেন কুমার মহাপাত্র এবং অখিল গিরি দুজনেই একই সঙ্গে বসবেন। এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনবেন। সামনে পৌরসভা নির্বাচন সেই নির্বাচনের সময় দলীয় নেতৃত্বরা বিভ্রান্ত না হয় তার জন্যই হয়তো এই কর্মসূচি। শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ রয়েছে প্রশ্নে তিনি বলেন আমাদের কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব এর জন্য কিছু কিছু জায়গায় অবাঞ্চিত ঘটনা ঘটছে। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা ঘটবে না সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই কর্মসূচি। তিনি উল্লেখ করেন হলদিয়া শিল্পাঞ্চল সারা পৃথিবীর নজর এখন হলদিয়া শিল্পাঞ্চলে এলাকায় যদি কোন ঘটনা ঘটে থাকে আমাদের কাছে সেইঅভিযোগ বিভাগীয় দপ্তর এ পাঠিয়ে দেব। তাদের নেতৃত্ব সঠিকভাবে মূল্যায়ন করে কাজ করবেন। আজ দুই মন্ত্রী আসার কথা ছিল কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অখিল গিরি এলেন না। আজকে সেচ ও জলসম্পদ দপ্তর মন্ত্রী সৌমেন মহাপাত্র তাকে স্বাগত জানালেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিলর গোপাল চন্দ্র দাস এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পৌর ইউনিট সম্পাদক সভাপতি, জেলার সরকারি কর্মচারী ফেডারেশন সভাপতি শ্যামল কুমার পট্টনায়ক, আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস কুমার মাইতি, এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভা এলাকায় মা মাটি মানুষের সরকারের সমর্থিত এবং শিল্পাঞ্চল এলাকা কর্মী এবং নেতৃত্ব বৃন্দ ও প্রমূখ। মন্ত্রী হলদিয়া পৌরসভা বসা নিয়ে কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টি বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ কুমার বিজলী তিনি বললেন বিভিন্ন দপ্তরের নেতৃত্ব শ্রমিকদের হলদিয়ার হাল ধরতে পারছে না বলেই এখন মন্ত্রীকে দিয়ে দলের সমন্বয়ে আনার চেষ্টা করছেন। তবে এই কথা মন্ত্রী বলেন ওদের কাজ শুধু  সমালোচনা করা। কাজ না করে বেশি কথা,  আমরা ওদের কথায় গুরুত্ব দিচ্ছি না। আমাদের সরকার চলছে সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরাই আমাদের প্রতিনিধিত্বের কাজ করছি।


No comments