দুর্দিনের শ্রমিকনেতা শিবনাথ কে সকলেই পুষ্পস্তবক ও শুভেচ্ছা জানালেন
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক কমিটির আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার,এক সময় জেলা কার্যকরী সভাপতি ছিলেন।
সেই সময় শাসক দল তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়ে…
দুর্দিনের শ্রমিকনেতা শিবনাথ কে সকলেই পুষ্পস্তবক ও শুভেচ্ছা জানালেন
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক কমিটির আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার,এক সময় জেলা কার্যকরী সভাপতি ছিলেন।
সেই সময় শাসক দল তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। সেই উদ্ধৃতি দিয়েই তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ কটাক্ষ করেছিলেন, যে দলের কর্মীদের হাতে নিগৃহীত হয় সেই এখন জেলা শ্রমিকদের সভাপতি শিবনাথ সরকার? শিবনাথ সরকার বলেন কে কি বলল সেটা বড় কথা নয়।
আমার সাথে দলের কর্মীদের সাথে যদি কিছু হয়ে থাকে সেটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার ।সেটা আমি কর্মীদের সঙ্গে বুঝে নেব। পূর্ব মেদিনীপুর জেলার অসংগঠিত শ্রমিক রয়েছেন তাদেরকে নিয়ে গতবারের যেমন কাজ করেছিলাম। এবং তার সাথে প্রায় ৫৫ টি শিল্প সংস্থা রয়েছে জেলায়। একত্রিত ভাবে সবাইকে নিয়ে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং কারখানার আধিকারিকদের সমস্যা নিয়ে কাজ করায় এখন আমার একমাত্র কাজ। সকাল থেকেই হলদিয়া দূর্গা চক তার নিজস্ব অফিসেই শুভেচ্ছা জানানোর জন্য আসছেন বিভিন্ন শ্রমিক এবং কারখানার আধিকারিকরগন।
No comments