হলদিয়া চকদ্বীপা হাই স্কুলে সম্মেলনের প্রস্তুতি সভা
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার অষ্টম দ্বিবার্ষিক জেলা সম্মেলন ১৯ - ২০ শে ফেব্রুয়ারি হওয়ার লক্ষ্যে আজ জানুয়ারী শনিবার হলদিয়ার ব্রজলালচকের কাছ…
হলদিয়া চকদ্বীপা হাই স্কুলে সম্মেলনের প্রস্তুতি সভা
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার অষ্টম দ্বিবার্ষিক জেলা সম্মেলন ১৯ - ২০ শে ফেব্রুয়ারি হওয়ার লক্ষ্যে আজ জানুয়ারী শনিবার হলদিয়ার ব্রজলালচকের কাছে চকদ্বীপা হাই স্কুলে এক প্রস্তুতি সভা হয়।
।সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির রাজ্য কমিটির সহসভাপতি প্রণবানন্দ দাশ,জেলা সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিক, সভাপতি লক্ষিকান্ত পাহাড়ি ,গঙ্গানারায়ন জানা,মাখন চন্দ্র ঘোড়ই,শংকর প্রসাদ মাইতি প্রমুখ।সমিতির জেলা সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিক বলেন,'সরকারি কোভিড স্যস্থবিধি মেনেই আগামী ১৯ - ২০ শে ফেব্রুয়ারি চকদ্বীপা হাই স্কুলে অষ্টম দ্বিবার্ষিক জেলা সম্মেলন হবে।তারই প্রস্তুতি সভা আজকে অনুষ্ঠিত হলো।
সম্মেলনের রূপরেখা তৈরী হলো।সম্মেলনে উপস্থিত থাকবেন মন্ত্রী বিধায়ক শিক্ষাবিদ সহ সমিতির রাজ্য নেতৃবৃন্দ'।অরূপ বাবু আরো বলেন ,জেলা সম্মেলনের থিম হলো পড়ুয়াদের জন্য স্কুল খোলা কর্মসূচি।থিমের স্লোগান হলো 'স্কুল খুলুক শিক্ষা বাঁচুক'।এই স্লোগানের মধ্যে দিয়েই রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই।
No comments