Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাম পরিচালিত অমৃত বেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগের কারণে যুব তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন

বাম পরিচালিত অমৃত বেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির বিরুদ্ধে ১০ লক্ষ টাকা তছরুপের অভিযোগের কারণে যুব তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন
 মহিষাদল ব্লক এর অন্তর্ভুক্ত বাম পরিচালিত অমৃত বেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির বিরুদ্ধে 10 লক্ষ টা…

 




 বাম পরিচালিত অমৃত বেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির বিরুদ্ধে ১০ লক্ষ টাকা তছরুপের অভিযোগের কারণে যুব তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন


 মহিষাদল ব্লক এর অন্তর্ভুক্ত বাম পরিচালিত অমৃত বেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির বিরুদ্ধে 10 লক্ষ টাকা তজরূপের  অভিযোগ উঠল। ইং2020--- 2021 অর্থবর্ষে অডিট রিপোর্টে ১০ লক্ষ টাকার গরমিল দেখা দেয় বলে জানিয়েছেন মহিষাদল ব্লক এর সমবায় পরিদর্শক সৌম্য জানা । সমবায় কৃষি কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে বাম নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়। বাম নেতৃত্ব গন নিজেদের মধ্যে স্বজনপোষণ চালিয়ে যাচ্ছেন । আজ বিকাল চারটায় অমৃত বেড়িয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা তছরুপের অভিযোগে একটি ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে অংশগ্রহণ করেন অমৃত বেড়িয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর প্রামাণিক ,মাদার কংগ্রেসের অঞ্চল সভাপতি শংকর সামন্ত, পরিতোষ মিশ্র ও সত্য  অধিকারী সহ বিভিন্ন নেতৃত্ব গন। সমিতির প্রাঙ্গনে ছিল বিশাল পুলিশবাহিনী। সমবায় সমিতির সেক্রেটারি অশোক অধিকারী স্বীকারোক্তি করেন প্রাক্তন ম্যানেজার মনোজ  মিশ্র-এর সময়কালীন 9( নয় ) লক্ষ টাকা এবং বর্তমান ম্যানেজার বিকাশ জানার সময়ে এক লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকা গরমিল দেখা দিয়েছে। কোন হিসাব পাওয়া যাচ্ছে না। অশোক বাবু  আরও জানান প্রাক্তন ম্যানেজার মনোজ মিশ্র কে অফিশিয়াল ভাবে চিঠি করা হয়েছিল। কিন্তু উনি দেখা করেন নাই । আমরা আরও দুটি অফিশিয়াল ভাবে চিঠি করবো ২১ দিনের মধ্যে ।যদি ওনি দেখানা নাকরেন। তাহলে 22 দিনেৱ পর মনোজ মিশ্র র নামে FIR  করা হবে বলে জানান ।

No comments