সরকারি নিয়ম অনুযায়ী চাষীদের কাছ থেকে ধান কেনা হল
সরকারি নিয়ম অনুযায়ী চাষীদের আমন ধান বিক্রয় চলছে মহিষাদল ছোলাবাড়ি মাঠে । আজ সকাল থেকে মহিষাদল ব্লকের অমৃত বেড়িয়া, সতীশ সামন্ত, বেত কুন্ডু , নাটশাল ১ও২ নম্বর গ্রাম পঞ্চায়েত …
সরকারি নিয়ম অনুযায়ী চাষীদের কাছ থেকে ধান কেনা হল
সরকারি নিয়ম অনুযায়ী চাষীদের আমন ধান বিক্রয় চলছে মহিষাদল ছোলাবাড়ি মাঠে । আজ সকাল থেকে মহিষাদল ব্লকের অমৃত বেড়িয়া, সতীশ সামন্ত, বেত কুন্ডু , নাটশাল ১ও২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীদের ধান বিক্রয় হয়। সরকারি ঘোষিত রেট অনুযায়ী প্রতি কুইন্টাল (১০০কেজি) ধানের দাম ১৯৬০ টাকা। এই দামটি পাচ্ছে চাষিরা বলে জানান উপস্থিত ধান বিক্রয় কেন্দ্রের চাষিরা । সরকারি ঘোষিত নিয়ম অনুযায়ী শতকরা 17% ধানে আদ্রতা অর্থাৎ ভেজা থাকলে ধান চাষীদের কাছ থেকে নেওয়া যাবে। কিন্তু বিক্রয় কেন্দ্রে দেখা যাচ্ছে চাষিদের ধানে শতকরা 20/ আর্দ্রতা রয়েছে। প্রায় চাষীদের ধান অপরিষ্কার ভাবে বস্তায় এসেছে বিক্রয় করার জন্য। এই কারণে দু - তিন কেজি ধান চাষীদের কাছ থেকে ওজন করার সময় বেশি নেওয়া হচ্ছে বলে জানান।
No comments