Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া ব্যাটারি কারখানা অচলাবস্থা কাটাতে রাতেই হলদিয়ায় শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি

অচলাবস্থা কাটাতে রাতেই হলদিয়ায় শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতিহলদিয়ায় এক্সাইড ব্যাটারি কারখানায় ষড়যন্ত্র করে গণ্ডগোল পাকিয়ে উৎপাদন বন্ধ করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে হলদিয়ার দুর্গাচক থানার পুলিস সৌমেন খান ও …

 


অচলাবস্থা কাটাতে রাতেই হলদিয়ায় শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি

হলদিয়ায় এক্সাইড ব্যাটারি কারখানায় ষড়যন্ত্র করে গণ্ডগোল পাকিয়ে উৎপাদন বন্ধ করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে হলদিয়ার দুর্গাচক থানার পুলিস সৌমেন খান ও শেখ মইদুল নামে দুজনকে গ্রেপ্তার করল। এরা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। একই সঙ্গে আইএনটিটিইউসি তমলুক জেলার সভাপতি তাপস মাইতি ও আইএনটিটিইউসির হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ওই দুই তৃণমূল কর্মীকে ঘণ্টাতিনেক জিজ্ঞাসাবাদের পর   গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, কারখানা কর্তৃপক্ষের তরফে এদিন থানায় অভিযোগ দায়ের করার পর পুলিস এই পদক্ষেপ করেছে। কিছুূদিন আগে ওই কারখানায় একটি বেতন চুক্তি বা সিওডি হয়। সেই সিওডি শ্রমিকদের একাংশের মনঃপুত হয়নি বলে অভিযোগ। এরফলে একসপ্তাহ ধরে কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে দফায় দফায় উৎপাদন বন্ধ হয়। এরমধ্যে দুএকদিন কাজ চালু হলেও ফের সোমবার থেকে কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। কারখানা সূত্রে জানা গিয়েছে, উৎপাদন বন্ধের ফলে ক্ষতির পরিমান প্রায় ৫-৬কোটি টাকা। অচলাবস্থা কাটাতে রাতেই হলদিয়া আসছেন শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, আইএনটিটিইউসির শ্রমিক নেতাদের গোষ্ঠী কোন্দল ও ক্ষমতাপ্রদর্শনের জেরে হলদিয়া একইভাবে অচলাবস্থা তৈরি হয়েছে আদানি ভোজ্যতেল, ইন্দোরামা সার কারখানা সহ একাধিক কারখানায়। মাসখানেক আগে জেলাশাসক পূর্ণেন্দু মাজি কারখানার অসন্তোষ খতিয়ে দেখার জন্য ভিজিলেন্স কমিটি গঠন ও ১৫দিন ছাড়া মিটিংয়ের নির্দেশ দিলেও তা হয়নি।

No comments