Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সা রে গা মা’র রিয়েলিটির আসর করেই বশ-মাত্র বয়েস দশ,-বিশ্বজিতা অরূণিতা

সা রে গা মা’র রিয়েলিটির আসর করেই বশ-মাত্র বয়েস দশ,-বিশ্বজিতা অরূণিতাসা রে গা মা’র রিয়েলিটির আসর করেই বশ--কণ্ঠ-গানে মুগ্ধপ্রাণে ছড়ালো নাম-যশ।
বাংলাদেশের সন্নিকটে বনগাঁ ছোট শহর,ছোট মে’টি বাড়লো খানিক, বাড়লো গানের বহর।মায়ের কাছে মামার…

 





সা রে গা মা’র রিয়েলিটির আসর করেই বশ-মাত্র বয়েস দশ,-বিশ্বজিতা অরূণিতা

সা রে গা মা’র রিয়েলিটির আসর করেই বশ--

কণ্ঠ-গানে মুগ্ধপ্রাণে ছড়ালো নাম-যশ।


বাংলাদেশের সন্নিকটে বনগাঁ ছোট শহর,

ছোট মে’টি বাড়লো খানিক, বাড়লো গানের বহর।

মায়ের কাছে মামার কাছে যে নিয়েছে তালিম,

ছাদ-মাতানো রোদ তাতানো আম কাঁঠাল ও ডালিম--

গাছের ছায়ায় বঙ্গমায়ায় হারমোনিয়াম-মিতা,

ইশ্কুলে যায়, সুর তুলে গায় গানের অরূণিতা।


গানপাখি সে, সুরের নদী, স্রোত খুঁজেছে সাগর

হাজার দুয়েক কিলোমিটার-- দূর মুম্বাই ডাগর

হয়েই সেতো ধরা দিলো-- ‘ইন্ডিয়ান আইডলে’,

ধরা দিলেন গান-দেবতা, দেবীরা সেই দলে।

কণ্ঠ-কূশল অরূণিতার গানে-রূপে মেতে..

আশীর্বাদে মুখর ফলে ‘যুগ্ম সেরা’ জেতে।


কী লতা বা কী আশা-ময়, সন্ধ্যা-অলকা’র

সবার গানেই বিশাল দখল-- গায়নি বলো কার?

বিশ্বব্যাপী ছড়িয়ে গেলো বঙ্গনারীর খ্যাতি

সুর রাগিনী, গান-বাঘিনী বঙ্গ-ভারত-জ্ঞাতি।


জানুয়ারির অঠেরোতে জন্ম নেয়া কৃতী--

অরূণিতার জন্যে সবার শুভেচ্ছা-সম্প্রীতি।



No comments