Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এক্সাইড কারখানা অসন্তোষের জেরে গ্রেপ্তার ৪

সোমবার থেকেই হলদিয়ার ( এক্সাইড) একটি বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। এই কারখানাটিতে দাবি সনদ চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলেও কিছু শ্রমিকের তা মনোমতো হয়নি বলে অভিযোগ। তারাই অন…

 



সোমবার থেকেই হলদিয়ার ( এক্সাইড) একটি বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। এই কারখানাটিতে দাবি সনদ চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলেও কিছু শ্রমিকের তা মনোমতো হয়নি বলে অভিযোগ। তারাই অন্যান্য কর্মীদের আসতে বাধা দেওয়ায় সোমবার থেকে কারখানায় সম্পূর্ণভাবে উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, এর পেছনে রয়েছে স্থানীয় কিছু তৃণমূল নেতার মদত। কর্তৃপক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয় দুর্গাচক থানার। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের তমলুক জেলা সাংগঠনিক সভাপতি তাপস মাইতি ও আইএনটিটিইউসি হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। প্রায় ঘণ্টা তিনেক তাদের সঙ্গে কথাবার্তা বলার পর সৌমেন খান ও শেখ মইদুল নামে আরো দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে মোট চার জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এর ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বুধবার চারজনকেই হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।

No comments