Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলায় নতুন ভোটার বাড়ল ১ লক্ষ ২১ জন

জেলায় নতুন ভোটার বাড়ল ১ লক্ষ ২১ জনপূর্ব মেদিনীপুর জেলায় নতুন ভোটার বাড়ল ১ লক্ষ ২১ জন। তার ফলে জেলায় মোট ভোটার বেড়ে দাঁড়াল ৪০ লক্ষ ৯৯ হাজার ৫৯২।  জেলায় মোট ৪০ হাজার ৬১টি নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। প্রতি বছর মৃত ভোটারদের নাম…

 



জেলায় নতুন ভোটার বাড়ল ১ লক্ষ ২১ জন

পূর্ব মেদিনীপুর জেলায় নতুন ভোটার বাড়ল ১ লক্ষ ২১ জন। তার ফলে জেলায় মোট ভোটার বেড়ে দাঁড়াল ৪০ লক্ষ ৯৯ হাজার ৫৯২।  জেলায় মোট ৪০ হাজার ৬১টি নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। প্রতি বছর মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। বুধবার দেশব্যাপী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকা নিয়ে বিএলওরা(বুথ লেভেল অফিসার) বুথে বসেছেন। আগামী সাতদিন তালিকা বুথে থাকবে। জানা গিয়েছে, নতুন ভোটাররা এমাসের মধ্যেই সচিত্র পরিচয়পত্র পেয়ে যাবেন। এই প্রথম ডাকযোগে নতুন ভোটারদের বাড়িতে এপিক পৌঁছে যাবে। এরআগে বিএলওরা বাড়ি বাড়ি এপিক পৌঁছে দিতেন। এবার নির্বাচন কমিশন ডাকযোগে এপিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলায় মোট বুথের সংখ্যা ৪ হাজার ৩৫৮টি। ভোটার তালিকা সংশোধন কর্মসূচি-’২২ চলাকালীন ওই সংখ্যক বুথে বিএলওরা বসেছিলেন। তাঁরা ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন, সংশোধন এবং স্থানান্তরের আবেদনপত্র সংগ্রহ করেছেন। জেলায় নতুন ভোটার হওয়ার জন্য মোট ১ লক্ষ ৩৯৭টি আবেদন জমা পড়েছিল। সেসব খতিয়ে দেখে নতুন ভোটার হয়েছেন ১ লক্ষ ২১ জন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন পড়েছিল ৪১ হাজার ৯৮০টি। চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ৪০ হাজার ৬১ জন ভোটারের নাম। জেলায় আগে ভোটার সংখ্যা ছিল ৪০ লক্ষ ৩৯ হাজার ৬৩২। নতুন ভোটার তালিকা প্রকাশের পর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লক্ষ ৯৯ হাজার ৫৯২। ভোটার বৃদ্ধির হার ১.৪ ৮শতাংশ। জানা গিয়েছে, তমলুক বিধানসভায় ৬ হাজার ৩৫৯ জন, পাঁশকুড়া পূর্ব বিধানসভায় ৫হাজার ১৭৮ জন, পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় ৬ হাজার ৭৩৯জন, হলদিয়া বিধানসভায় ৬ হাজার ৬৭২ জন, কাঁথি দক্ষিণ বিধানসভায় ৫হাজার ৫৩৮ জন, এগরা বিধানসভায় ৫হাজার ৭৫৯ জন নতুন ভোটার হয়েছেন। জেলায় প্রতি বিধানসভায় গড়ে পাঁচ থেকে ছ’হাজার করে নতুন ভোটার হয়েছেন। সামনেই তমলুক, কাঁথি ও এগরা পুরসভায় নির্বাচন রয়েছে। তাই নতুন ভোটার তালিকা প্রকাশ হতেই ১৮ বছর পার হওয়া নতুন ভোটারদের দিকে বিশেষ নজর পড়ছে সব রাজনৈতিক দলের। ফেব্রুয়ারি মাসে পুরসভা নির্বাচন হলে ওই তিন শহরের নতুন ভোটাররা তালিকায় নাম তোলার এক মাস বাদেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদিও ২০২০ সালে জানুয়ারি মাসে প্রকাশিত সংরক্ষণ তালিকা অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা করতে পারবেন। প্রতিবছর ২৫ জানুয়ারি ন্যাশনাল ভোটারস ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়। সেখানে নতুন ভোটারদের টোকেন হিসেবে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এবার সেরকম নতুন ভোটারদের পরিচয়পত্র তুলে দেওয়ার প্রোগ্রাম নেই। তবে, পোস্ট অফিসের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে কার্ড পৌঁছে যাবে।

1 comment