৭৩ তম সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন হলদিয়া মহাকুমা শাসক -লক্ষণ পেরুমল আর
সারাদেশর পাশাপাশি পালিত হচ্ছে রাজ্যে ৭৩ তম সাধারণতন্ত্র দিবস । তারই অঙ্গ হিসেবে আজ হলদিয়া আইটিআই মাঠে হলদিয়া মহাকুমা শাসক লক্ষণ পেরুমল আর - জাতীয় …
৭৩ তম সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন হলদিয়া মহাকুমা শাসক -লক্ষণ পেরুমল আর
সারাদেশর পাশাপাশি পালিত হচ্ছে রাজ্যে ৭৩ তম সাধারণতন্ত্র দিবস । তারই অঙ্গ হিসেবে আজ হলদিয়া আইটিআই মাঠে হলদিয়া মহাকুমা শাসক লক্ষণ পেরুমল আর - জাতীয় পতাকা উত্তোলন করেন । গান স্যালুট ও কুচকাওয়াজের মধ্য দিয়ে পালিত হয় দিনটি । এছাড়া মাঠে উপস্থিত ছিলেন হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ অফিসার থেকে বিভিন্ন থানার ওসি ও আইসি। এদিনের অনুষ্ঠানে হলদিয়া মহকুমা বিভিন্ন ব্লকের ট্যাবলো প্রদর্শিত হয়। কোভিড বিধি মেনে হলদিয়ার বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কুচকাওয়াজ পরিদর্শন করতে দেখা যায় । সকাল ন'টায় জাতীয় পতাকা উত্তোলন করেন হলদিয়া মহকুমা শাসক।
No comments