হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও ফেসবুক পরিবার "সবুজের অভিযান" হলদি নদীর সংলগ্ন জায়গায় সবুজের অভিযান পরিবারের মধ্যে গাছ বিনিময় হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও তাদের ফেস…
হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও ফেসবুক পরিবার "সবুজের অভিযান" হলদি নদীর সংলগ্ন জায়গায় সবুজের অভিযান পরিবারের মধ্যে গাছ বিনিময়
হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও তাদের ফেসবুক পরিবার "সবুজের অভিযান" হলদি নদীর পাশে সপ্তপর্ণী ঘাট সংলগ্ন জায়গায় সবুজের অভিযান পরিবারের মধ্যে গাছ বিনিময় করে। গাছের প্রতি ভালোবাসা তৈরি করা ও গাছ লাগানোয় উৎসাহ দান মূল লক্ষ্য । ফলস্বরূপ এই গাছ বিনিময় আগামী দিনে দূষণ প্রতিরোধে প্রাসঙ্গিক হয়ে উঠবে।পূর্বে সুতাহাটা অধুনা হলদিয়াতে ধীরে ধীরে কল কারখানা গড়ে উঠেছে । কলকারখানা গুলি সমাজ উন্নয়ন খাতে অর্থ ব্যয় করেন এবং প্রশাসন কমিটি গড়েন তবুও হলদিয়ার বায়ু দূষণ সূচক ভালো জায়গায় নেই । উল্লেখ থাকে যে (১৩.০১.২০১০--১৭.০৯.২০১৩) শিল্প স্থাপনে নিষেধাজ্ঞা ছিল । হলদিয়া বসবাসকারী মানুষজন কে এগিয়ে আসতে হবে । আরও বেশি বেশি গাছ লাগাতে হবে । উপস্থিত সকলেই আগামী দিনে সংগঠন ও "সবুজের অভিযান" ব্যানারের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন ।
No comments