বাঘরোল উদ্ধার ভগবানপুর
বাঘের মতো প্রানী ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। বাঘের মতো দেখতে হলেও সেটি বাঘ নয়, সেটি আসলে বাঘরোল। ভগবানপুর নিউজ আপডেট গ্রুপের সদস্যদের তৎপরতায় উদ্ধার হলো বাঘরোলটি। বিলুপ্তপ্রায় প্…
বাঘরোল উদ্ধার ভগবানপুর
বাঘের মতো প্রানী ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। বাঘের মতো দেখতে হলেও সেটি বাঘ নয়, সেটি আসলে বাঘরোল। ভগবানপুর নিউজ আপডেট গ্রুপের সদস্যদের তৎপরতায় উদ্ধার হলো বাঘরোলটি। বিলুপ্তপ্রায় প্রাণীকে মারধর না করে, মেরে না ফেলে বন দপ্তরে খবর দেওয়ার জন্য উদ্ধারকারী সনাতন মাঝি ও ভগবানপুর নিউজ আপডেট গ্রুপের সদস্যদের ধন্যবাদ জানান বন দপ্তরের ওই কর্মী। গতকাল থেকে দুধ, মুড়ি, মাংস কিছুই খায়নি প্রানীটি। আজ সকালে হামিরপুর গ্রাম থেকে বাঘরোলটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মী। বাঘরোলটিকে উদ্ধার করার পর চিকিৎসা করা হবে। সুস্থ হলে খেজুরির জঙ্গলে বা অন্য কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
বন দফতরের কাজে খুশী এলাকার মানুষ। বিলুপ্তপ্রায় প্রানীটিকে চিকিৎসার পর কোন বড় জঙ্গলে ফিরিয়ে দিক বন কর্মীরা। চাইছেন এলাকার মানুষ।
No comments