Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাড়ায় শিক্ষালয়' চলবে সপ্তাহে ৬ দিন, দুই অর্ধে আসতে হবে পড়ুয়াদের, জারি নির্দেশিকা

পাড়ায় শিক্ষালয়' চলবে সপ্তাহে ৬ দিন, দুই অর্ধে আসতে হবে পড়ুয়াদের, জারি নির্দেশিকা


'পাড়ায় শিক্ষালয়' চলবে সপ্তাহে ৬ দিন, দুই অর্ধে আসতে হবে পড়ুয়াদের, জারি নির্দেশিকা
প্রদীপ কুমার মাইতি , তমলুক ঃ আগামী ৭ ফেব্রুয়ারী থেকে শুর…

 



পাড়ায় শিক্ষালয়' চলবে সপ্তাহে ৬ দিন, দুই অর্ধে আসতে হবে পড়ুয়াদের, জারি নির্দেশিকা




'পাড়ায় শিক্ষালয়' চলবে সপ্তাহে ৬ দিন, দুই অর্ধে আসতে হবে পড়ুয়াদের, জারি নির্দেশিকা


প্রদীপ কুমার মাইতি , তমলুক ঃ আগামী ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে যাচ্ছে 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচি। ইতিমধ্যেই নির্দেশিকায় বলা হয়েছে, সপ্তাহের সোম থেকে শনিবার অবধি এই শিক্ষালয় চলবে। ছাত্রছাত্রীদের পড়াতে হবে দুই অর্ধে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা এবং বেলা দেড়টা থেকে ৩টে। মাঝে এক ঘন্টা টিফিনের বিরতি। প্রতি অর্ধে শিক্ষার্থী বদল হলেও শিক্ষক-শিক্ষিকা বদলাবে না। ক্লাসের শুরুতে স্কুলের মতো প্রার্থনা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, কোন ছাত্র বা ছাত্রীকে কোন পাড়ার শিক্ষালয়ে পাঠাতে হবে এবং কী কী প্রস্তুতি-সহ পাঠাতে হবে, সেটা সব অভিভাবকে জানিয়ে দিতে হবে ৩ ফেব্রুয়ারির মধ্যে। বিভিন্ন জেলার শিক্ষা দফতরের কর্তারা এমনই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের। তবে পাড়ার শিক্ষালয়ে এলে অনলাইন ক্লাসের কী হবে, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের সভাগৃহে 'পাড়ায় শিক্ষালয়' নিয়ে সমস্ত প্রাথমিক স্কুল ও শিশু শিক্ষা কেন্দ্রের  শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সচেতনতা সভার আয়োজন করা হয়। এ দিন এগরা-১ এর বিডিও সুমন ঘোষ জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়'। পাড়ার নাম অনুসারে শিক্ষালয়কে চিহ্নিত করে ব্যানার বা ফ্লেক্স বানিয়ে তাতে সেই নাম লিখতে হবে। তার খরচ দিতে হবে স্কুলের 'কম্পোজিট গ্রান্ট' থেকে। একটি পাড়া থেকে ক'জন ছাত্রছাত্রী পাড়ার শিক্ষালয়ে আসবে, এলাকায় ঘুরে ঘুরে তা ঠিক করতে হবে শিক্ষক-শিক্ষিকাদেরই। কোনও শিক্ষালয়েই ২০ থেকে ২৫ জনের বেশি পড়ুয়া থাকবে না। তাদের বসার জন্য চট বা শতরঞ্জির ব্যবস্থা করতে হবে। যা স্যানিটাইজ করতে হবে প্রতিদিন। পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকার্থীদের অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা থাকবে। এ দিনের সভায় উপস্থিত ছিলেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের জয়েন্ট বিডিও সুমন বিশ্বাস, ব্লক শিক্ষা আধিকারিক শিবু রঞ্জন সিং, ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ মানসী দে প্রমুখ।

No comments