Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে, কাঁথির A.D.I এর সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন।

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে, কাঁথির A.D.I এর সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন।

প্রদীপ কুমার মাইতি, তমলুক,ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিকের জেলার পক্ষ থেকে অবিলম্বে বিদ্যালয় সহ কলেজ খোলার দাবিতে বিক্ষোভ, ডেপুটেশন দেওয…

 


সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে, কাঁথির A.D.I এর সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন।



প্রদীপ কুমার মাইতি, তমলুক,ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিকের জেলার পক্ষ থেকে অবিলম্বে বিদ্যালয় সহ কলেজ খোলার দাবিতে বিক্ষোভ, ডেপুটেশন দেওয়া হয় কাঁথি A.D.I অফিসে। কাঁথি A.D.I এর আওতায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে, কাঁথির A.D.I এর সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন।

এই ডেপুটেশনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক সৌমেন্দু অধিকারী, জেলা সহ সভানেত্রী মুনমুন দাস, জেলা সম্পাদক শ্রীকৃষ্ণ মান্না, নন্দ গোপাল নাজির, দক্ষিণ কাঁথি বিধায়ক অরুপ কুমার দাস,  অন্যান্য কার্তকর্তাগণ।

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা প্রায় তলানীতে ঠেকেছে। দীর্ঘ দুই বছর পর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরলে কোভিড বিধি মেনে যদিও স্কুল কলেজ খোলা হয়েছিল, ফের করোনার তৃতীয় ঢেউ মানুষ জীবনে আছড়ে পড়ে সংক্রমিত করতে শুরু করলে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করে। আর সে কারণেই স্কুল কলেজ এর গেটে ফের তালা পড়ে। তবে করো না পরিস্থিতির মধ্যে মেলা খেলা সহ নানান অনুষ্ঠান চললেও শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকার কারণে রাজ্যের বিরোধী দল বিজেপি সোচ্চার হয়ে পথে নামতে শুরু করে। ছাত্রছাত্রীদের কথা ভেবে অবিলম্বে স্কুল কলেজ চালু করতে হবে।

No comments