Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৫ শে জানুয়ারি ভোটার দিবস পালন হল এগরা 2 ব্লকে

২৫ শে জানুয়ারি ভোটার দিবস পালন হল এগরা 2 ব্লকে
প্রদীপ কুমার মাইতি, ২৫ জানুয়ারি দিনটিকে সামনে রেখে এগরা-২ ব্লকের বিডিও,  সভাপতি এবং জয়েন্ট বিডিও শপথবাক্য পাঠ করালেন অফিসের অন্যান্য কর্মচারী সহ- সাধারন মানুষকে।ভারতীয় নাগরিকরা গণতন…

 




২৫ শে জানুয়ারি ভোটার দিবস পালন হল এগরা 2 ব্লকে


প্রদীপ কুমার মাইতি, ২৫ জানুয়ারি দিনটিকে সামনে রেখে এগরা-২ ব্লকের বিডিও,  সভাপতি এবং জয়েন্ট বিডিও শপথবাক্য পাঠ করালেন অফিসের অন্যান্য কর্মচারী সহ- সাধারন মানুষকে।

ভারতীয় নাগরিকরা গণতন্ত্রে পূর্ণ আস্থা রেখে অঙ্গীকার করেছে দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ,

পক্ষপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা তুলে ধরবে এবং প্রত্যেক নির্বাচনে কোনো রকম ধর্মীয় জাতিগত বর্ণগত গোষ্ঠীগত এবং ভাষাগত পার্থক্য বিবেচনা না করে অন্য কোন প্রলোভনে প্রভাবিত নয় ভোটাধিকার প্রয়োগ করতে পারবে শপথবাক্য থাকলে এমনই কিছু নিদর্শন।

সেক্ষেত্রে এগরা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে শপথ বাক্য পাঠ হয়।

বাক্য পাঠ করান এগরা ২ ব্লকের বিডিও কৌশিক রায়, সভাপতি দিনেশ কুমার প্রধান এবং জয়েন্ট  বিডিও গোপাল শীট।

No comments