Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে

প্রদীপ কুমার মাইতি, তমলুক ঃঃপূর্বব মেদিনীপুরের নিমতৌড়ির জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিল জেলার সমস্ত আশা কর্মীরা। তমলুক, কোলাঘাট, কাঁথি, পাঁশকুড়া, সহ বি…

 




পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে



প্রদীপ কুমার মাইতি, তমলুক ঃঃপূর্বব মেদিনীপুরের নিমতৌড়ির জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিল জেলার সমস্ত আশা কর্মীরা। তমলুক, কোলাঘাট, কাঁথি, পাঁশকুড়া, সহ বিভিন্ন জায়গার প্রায় দুহাজার আশাকর্মীরা এই বিক্ষোভে সামিল হও। 


স্থায়ী স্বাস্থ্য কর্মীর মর্যাদা দেওয়ার পাশাপাশি 

নূন্যতম ২১ হাজার টাকা বেতন সহ , উপযুক্ত পারিশ্রমিক না পেলে করোনা সংক্রান্ত কোনো কাজ তাঁরা করবে না। এমনকি জোর করে কাজের বোঝা চাপানো চলবে না, রাতের বেলায় প্রসূতির সাথে তাঁরা যেতে পারবে না। বছরে ২৪ টা ছুটির ব্যবস্থা করতে হবে, সমস্ত আশাকর্মীকে ভিএইচএন টাকা দিতে হবে,এমন কিছু দাবি নিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা ডিএম ইফিসে বিক্ষোভ ডেপুটেশন দিল জেলার সমস্ত আশা কর্মীরা। 

পাশাপাশি এমনকি অতিরিক্ত ইনসেনটিভ পাচ্ছে না, করোনা আক্রান্ত আশাকর্মী করোনা আক্রান্ত হলে তাঁদের এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাও আজ অবদি কেউ কোনো প্রকার টাকা পায়নি বলে অভিযোগ।

No comments