Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে তমলুকে শুভেন্দুর পদযাত্রা

তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে তমলুকে শুভেন্দুর পদযাত্রা
প্রদীপ কুমার মাইতি, তমলুক ঃঃ ৮০ তম তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে তমলুক নিমতলা মোড় সতীশ চন্দ্র সামন্তর মূর্তির পাদদেশ থেকে মানিকতলা বীরা…

 



তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে তমলুকে শুভেন্দুর পদযাত্রা


প্রদীপ কুমার মাইতি, তমলুক ঃঃ ৮০ তম তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে তমলুক নিমতলা মোড় সতীশ চন্দ্র সামন্তর মূর্তির পাদদেশ থেকে মানিকতলা বীরাঙ্গনা মাতঙ্গিনী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন আজ গর্বের দিন, ঐতিহাসিক দিন, আজ যাঁরা জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন তাঁদের স্মরণ করার দিন। এই তমলুক শহরের হ্যামিল্টন স্কুলে ক্ষুদিরাম বসু পড়াশুনা, করেছেন, নেতাজী সুভাষচন্দ্র বসু পৌরসভার চেয়ারে বসেছিলেন, ১৯৪২ সালের ২৯ শেষ সেপ্টেম্বর মাতঙ্গীনি হাজরা একহাতে শঙ্খ ও আরেক হাতে তেরঙ্গা পতাকা নিয়ে আত্মবলিদান করেছেন। তাই এই শহরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবস পালিত হবে।  পাশাপাশি কটাক্ষের সুরে বলেন মমতা ব্যানার্জী আর অখিলেশ যাদব এরা গর্ডশেবকদের গুলি করে। এরা থাকলে কোনোদিন রামমন্দিরের নির্মাণ কাজ শুরু হোতো না। এরা থাকলে কাশীবিশ্বনাথ মন্দিরকে নবরুপে দেখতে পেতাম না, এরা থাকলে কেদারধাম সেজে উঠত না। তৃণমূলের নাম না নিয়ে বলেন ওরা তোলামূল পার্টি, ওরা রাজনীতি ছাড়া কিছু বোঝেনা, পিসি ভাইপোর কর্মচারীরা যাঁরা বিভিন্ন জায়গায় তোলা তোলেন পুলিশের সাহায্যে , তাই মানুষ আজ দেখল একই দিনে ওরা মিছিল করেছে যেখানে ৬০০ জন মাত্র, আর আমরা ছয় হাজার মানুষকে ডেকেছি সেখানে ৮ হাজার মানুষ উপস্থিত হয়েছে,তাই ফের কটাক্ষের সুরে বলেন তোলামূলদের ধন্যবাদ। পুলিশদের উদ্দেশে বলেন পুলিশ মামাদের বলি যতই অক্সিজেন দাও না কেন তোমাদের হাতে নেই ক্রেন এদের তোলার মতো। এমনই বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের এই পদযাত্রায় কয়েক হাজার মানুষ পা মেলান।


No comments