Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৯ই জানুয়ারী,২০২২"দীঘা বীচ ম্যারাথন" দৌড় প্রতিযোগিতা

৯ই জানুয়ারী,২০২২"দীঘা বীচ ম্যারাথন" দৌড় প্রতিযোগিতাপশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে দীঘার গুরুত্ব অপরিসীম।লক্ষ লক্ষ পর্যটকের সমাগমে বছরভর দীঘা থাকে মুখরিত। দীঘার জনপ্রিয়তাকে জনমানসে আরও বেশি করে তুলে ধরতে এব…

 



৯ই জানুয়ারী,২০২২"দীঘা বীচ ম্যারাথন" দৌড় প্রতিযোগিতা

পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে দীঘার গুরুত্ব অপরিসীম।লক্ষ লক্ষ পর্যটকের সমাগমে বছরভর দীঘা থাকে মুখরিত। দীঘার জনপ্রিয়তাকে জনমানসে আরও বেশি করে তুলে ধরতে এবং জেলার খেলাধুলার মানোন্নয়নের জন্য পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস এ্যসোসিয়েশান সীদ্ধান্ত নিয়েছে যে কোলকাতা দার্জিলিং দিল্লি ও পুনে ম্যারাথনের আদলে দীঘাতে প্রতি বছর "দীঘা বীচ ম্যারাথন" দৌড় প্রতিযোগিতার আয়োজন করবে। সীদ্ধান্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এর সহযোগিতায় এবছর আগামী ৯ই জানুয়ারী,২০২২ রবিবার সকাল ৮ টায় পুরুষ বিভাগের ৮ কিমি এবং মহিলা বিভাগের ৬ কিমি এই বীচ ম্যারাথন অনুষ্ঠিত হবে। প্রতিযোগীর সংখ্যা প্রায় ৫০০জন। ঝাড়খণ্ড, বিহার,ওড়িষ্যা এবং অন্যান্য জেলা থেকে আগত প্রতিযোগিদের ৮ই জানুয়ারী রাত্রিতে আহারাদি ও থাকবার ব্যবস্থা  হয়েছে।প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন প:ব: সরকারের মৎস্য মন্ত্রী মাননীয় শ্রীযুত্ অখিল গিরি মহাশয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন দেবব্রত দাস, সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। অমরনাথ কে,আই পি এস, পূর্ব মেদিনীপুর জেলা। ড: তপন কুমার পানিগ্ৰাহী,এ বছর বাংলার একমাত্র দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত। ক্যাপটেন ভগীরথ সামুই, বাংলার গৌরব(প:ব: সরকার), অর্জুন পুরস্কারপ্রাপ্ত।

উক্ত প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, রামনগর ১পঞ্চায়েত সমিতি, দীঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ,পদিমা-১ , পদিমা-২ গ্ৰাম পঞ্চায়েত,দীঘা হাসপাতাল,ওল্ড দীঘা ও নিউ দিঘা হোটেলিয়ার্স এ্যসোসিয়েশানএবং স্থানীয় ক্লাব ,বিভিন্ন সংগঠন সর্বোতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুরুষ বিভাগের ১০জন ও মহিলা বিভাগের ১০ জনকে আর্থিক পুরস্কার দেওয়া হবে।৭ই জানুয়ারী নাম নথিভুক্ত করার শেষ তারিখ।ত্রিদিব হাজরা, অর্গানাইজিং সেক্রেটারি।পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস এ্যসোসিয়েশান

No comments