Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া চকদ্বীপায় শতাব্দী প্রাচীন শীতলা মন্দির চুরি

শতাব্দী প্রাচীন শীতলা মন্দির চুরিবিজ্ঞাপন
পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া পুরসভার চকদ্বীপায় শতাব্দী প্রাচীন শীতলা মন্দিরে চুরি। শহরের ১৮ নম্বর ওয়ার্ডের এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।বিজ্ঞাপন
 মন্দির কমিটির …

 




শতাব্দী প্রাচীন শীতলা মন্দির চুরি

বিজ্ঞাপন


পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া পুরসভার চকদ্বীপায় শতাব্দী প্রাচীন শীতলা মন্দিরে চুরি। শহরের ১৮ নম্বর ওয়ার্ডের এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিজ্ঞাপন


 মন্দির কমিটির অনুমান, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা গ্রিলের দরজা ও তালা ভেঙে প্রণামী বাক্স লুট করেছে।

বিজ্ঞাপন


 মন্দিরটির পাশেই ব্যস্ততম ৪১নম্বর জাতীয় সড়কের অবস্থান। পাশেই কারখানার সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা থাকার পরও কীভাবে দুষ্কৃতীরা মন্দিরে হানা দিয়ে চুরি করল তা নিয়ে বিস্মিত গ্রামবাসীরা। 

বিজ্ঞাপন


গ্রাম কমিটির কর্মকর্তা নিতাই সেন অভিযোগ করেন, মন্দিরের প্রণামী বাক্স থেকে কয়েক হাজার টাকা হাতিয়েছে দুষ্কৃতীরা। মন্দিরের গর্ভগৃহে ঢুকে শীতলা মায়ের দামি গয়না, মূর্তি, পিতল ও কাঁসার বাসন চুরির চেষ্টা করা হয়েছিল। 

বিজ্ঞাপন


এবছর দুবার মন্দিরে হানা দিল দুষ্কৃতীরা। প্রথমবার চুরি করতে না পারলেও এবার টাকা চুরি করেছে। ঘটনার তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিস।

No comments