Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সকলের কথা সৃজন সম্মান-২১

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সকলের কথা সৃজন সম্মান-২১

উদ্বোধন হল ‘সকলের কথা’ শারদ সংখ্যা। সেই সঙ্গে দেওয়া হল গুণীজন সংবর্ধনা।বিজ্ঞাপন
 কবি সূর্যকান্ত ত্রিপাঠী সাহিত্য সম্মাননা পেলেন কবি তপন মাইতি ও শিক্ষাবিদ নিখিল মাইতি।
হলদিয়া…

 




পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সকলের কথা সৃজন সম্মান-২১



উদ্বোধন হল ‘সকলের কথা’ শারদ সংখ্যা। সেই সঙ্গে দেওয়া হল গুণীজন সংবর্ধনা।

বিজ্ঞাপন


 কবি সূর্যকান্ত ত্রিপাঠী সাহিত্য সম্মাননা পেলেন কবি তপন মাইতি ও শিক্ষাবিদ নিখিল মাইতি।


হলদিয়ার বিজ্ঞানকর্মী নকুল ঘাঁটি, খেজুরির আল্পন বর ও কল্পনা বরকে সম্মানিত করা হয়।

আলপনা ও কল্পনা দুই বোন। এঁরা সমুদ্রে নৌকা নিয়ে মাছ ধরতে যান। চিকিৎসক অসীম শীল ও প্রবীর ভৌমিককে চিকিৎসক গোবিন্দ ভৌমিক স্মৃতি পুরস্কার দেওয়া হয়।

উপস্থিত ছিলেন সাহিত্যিক অরুণ চক্রবর্তী, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, দেবারতি মুখোপাধ্যায়,

বিজ্ঞাপন


 উপস্থিত ছিলেন বিতস্তা ঘোষাল, হরিপদ মাইতি, ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, 

বিজ্ঞাপন


হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী দেবপ্রসাদ মন্ডল,


তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারি, কম্পটন দত্ত প্রমুখ। উদ্যোক্তা সুজিত ভৌমিক জানান, ব্রততী বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের আবৃত্তি দর্শকদের মন জয় করে নিয়েছে।

No comments