Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু অধিকারী নামে " দেশের সর্ববৃহৎ সনাতন " পোস্টার, রাজনৈতিক তরজা

শুভেন্দু অধিকারী নামে " দেশের সর্ববৃহৎ সনাতন " পোস্টার, রাজনৈতিক তরজা 
-রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী জনসভা থেকে সনাতনের সেবক বলে দাবি করেন। রাতের অন্ধকারে কে বা কারা শহরে একাধিক বিদ্যুতের খুঁটি ও প্রাচীরের উপর…

 






শুভেন্দু অধিকারী নামে " দেশের সর্ববৃহৎ সনাতন " পোস্টার, রাজনৈতিক তরজা 


-রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী জনসভা থেকে সনাতনের সেবক বলে দাবি করেন। রাতের অন্ধকারে কে বা কারা শহরে একাধিক বিদ্যুতের খুঁটি ও প্রাচীরের উপর একাধিক পোস্টার লক্ষ করা গেছে। কাঁথি শহরে একাধিক জায়গায় এই পোস্টটা লক্ষ করা গেছে।

বিজ্ঞাপন


 পোস্টারে লেখা রয়েছে " দেশের সর্ববৃহৎ সনাতন "। পোস্টার এরপর রীতিমতো রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্বরাও। শুভেন্দু অধিকারী একাধিক জনসভা থেকে সনাতন সেবক বলে দাবি করেন।

বিজ্ঞাপন


 গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একাধিক কটাক্ষ ছুড়ে দেন তিনি। একাধিক জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বেগম, বাংলাদেশের ফুফু ও খালা বলে অভিহিত করেন। নন্দীগ্রামে প্রচারের সময় ৬৫ হাজার সংখ্যালঘু ভোট আমার দরকার নেই বলে দাবি করেন। পরে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করেন। যদিও জয় নিয়ে হাইকোর্টে মামলা চলছে। পুরোটাই বিচারাধীন বিষয়। ভোটের পর ও একাধিক জনসভা থেকে তিনি দাবি করেছিলেন আমি কোনদিন ৬৫ হাজার ভোট চাইবো না, ভবিষ্যতে চাইবো না।

No comments