কেন্দ্রীয় সরকারের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে অর্থবরাদ্দেরও দাবী জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেনজাওয়াদ দুর্যোগের ফলশ্রুতিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পাকাধানে মইর অবস্থা। অামন চাষের মরশুমে অতিবৃষ্টি ও জম…
কেন্দ্রীয় সরকারের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে অর্থবরাদ্দেরও দাবী জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন
জাওয়াদ দুর্যোগের ফলশ্রুতিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পাকাধানে মইর অবস্থা। অামন চাষের মরশুমে অতিবৃষ্টি ও জমাজলে ধান চাষের দফারফা অবস্থা হয়েছিল। অানাজ সব্জী, ফলমূল, মাছের চাষ, নার্সারী,ফুলের চাষ,পানবরোজ, বাদাম চাষ ইত্যাদি সবই ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, এগরা-১ ও ২,রামনগর-১ ও ২,খেজুরী-১ ও ২ প্রভৃতি ব্লকে যে টুকু অামন চাষ বেঁচে ছিল তা জাওয়াদে'র ঠেলায় তা জলে- মাটিতেই মিশে একাকার হয়েছে। ভগবানপুর-১ ও ২ এবং পটাশপুর-১ ও ২, চন্ডীপুর, ময়না প্রভৃতি ব্লকের ফসল তো কেলেঘাই নদীর বাঁধ ভাঙনের ফলে অাগেই শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্থ মৌজার তালিকা প্রকাশ করেছেন। ইয়াস,কেলেঘাই নদী বাঁধ ভাঙন ও সর্বশেষ জাওয়াদের ফলশ্রুতিতে জেলার সবধরনের চাষ সম্পূর্ণ বিধ্বস্ত। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র কে ই-মেইল বার্তা পাঠিয়ে পূর্ব মেদিনীপুর জেলা কে পুরোপুরি দুর্যোগ কবলিত এলাকা হিসাবে ঘোষণা করার প্রশাসনিক উদ্যোগ গ্রহণের অাবেদন জানিয়েছেন। সেই সাথে কেন্দ্রীয় সরকারের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে অর্থবরাদ্দেরও দাবী জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
No comments