Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি ৫২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

হলদিয়া রিফাইনারি ৫২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া রিফাইনারি প্রাঙ্গণে ৫২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন হলদিয়া রিফাইনারি সিনিয়র আধিকারিক এক্সিকিউটিভ অফিসার মিঃ …

 




হলদিয়া রিফাইনারি ৫২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন


পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া রিফাইনারি প্রাঙ্গণে ৫২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন হলদিয়া রিফাইনারি সিনিয়র আধিকারিক এক্সিকিউটিভ অফিসার মিঃ পার্থ ঘোষ।ঐ দিন অনলাইন অংশগ্রহণকারী এবং  কর্মচারীদের উপস্থিতিতে হলদিয়া রিফাইনারি ৫২ তম প্রতিষ্ঠা দিবস ৬ ডিসেম্বর ২০২১ উদযাপিত হয়। রিফাইনারি পরিবারের সদস্যদের অভিনন্দন জানান মিঃ পার্থ ঘোষ । তিনি সকল কর্মচারীদের উদ্দেশ্যে বলেন হলদিয়া রিফাইনারি এবং ইন্ডিয়ান অয়েল সার্বিক বৃদ্ধির জন্য প্রত্যেকেই তাদের সঠিক প্রয়াস দেওয়ার জন্য বিশেষভাবে জোর দেন। এই বিশেষ দিনটিতে একইসঙ্গে তিনি সকল স্টকহোল্ডারদের উৎসাহিত করেন। এবং ব্যক্তিগত ও পেশাগত কার্যক্রমে লক্ষ্য অর্জনে সফল হওয়ার কথা বলেন তিনি। তিনি আরও বলেন আমাদের কার্যক্রম কান্ড ইন্ডিয়ান অয়েল এর মান বৃদ্ধি করা এবং সকল সময়ে আভ্যন্তরীণ এবং ব্যক্তিগত গ্রাহকদের সঙ্গে আমাদের বিশ্বাসী হয়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিশ্বের বাজারে ইন্ডিয়ান অয়েল এর মান সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই এই আমাদের এগিয়ে যেতে হবে।  উন্নত পারফরম্যান্স জন্য নির্ভরযোগ্যতা, মার্জিনের উন্নতি ,অপারেটিং ব্যয় নিয়ন্ত্রণ সহ সকল ক্ষেত্রে এবং বাজারের বিভিন্ন চাহিদা অনুসারে লক্ষ্য অর্জনে তিনি সকলকে উৎসাহিত করেন। তিনি দৃঢ় তার সঙ্গে বলেন ইন্ডিয়ান অয়েল এর হলদিয়া রিফাইনারি সমগ্র পূর্ব ভারতের শক্তি সুরক্ষা প্রদানের পথিকৃৎ । রিফাইনারি সিনিয়র ম্যানেজমেন্ট এবং অতিথিদের উপস্থিতিতে কেক কাটেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ অফিসার এবং রিফাইনারি হেড মিঃ পার্থ ঘোষ। উদযাপনের অংশ হিসেবে ১৫ টি জায়গায় সাথে হলদিয়া টাউনশিপে কেককাটার অনুষ্ঠান আয়োজন করা হয়।

No comments