খেজুরির হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের উদ্যোগে নক আউট ফুটবল প্রতিযোগিতা
প্রদীপ কুমার মাইতি ঃ,পূর্ব মেদিনীপুর ঃ সাত দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মোট আটটি দল ফুটবল প্রতিযোগিতায়…
খেজুরির হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের উদ্যোগে নক আউট ফুটবল প্রতিযোগিতা
প্রদীপ কুমার মাইতি ঃ,পূর্ব মেদিনীপুর ঃ সাত দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মোট আটটি দল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাঠে ভীড় ছিল ভালই। খেজুরির হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের উদ্যোগে নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন। এ দিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সুপ্রকাশ গিরি। তিনি বলেন, "খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার বিকাশ ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সর্বত্র মেলা, খেলা ও অনুষ্ঠান চলছে। বর্তমান যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও ঝোঁক বাড়াতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলার প্রতি এগিয়ে আসতে হবে।" আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা বিমান নায়ক জানিয়েছেন, এলাকার যুবকদের উৎসাহিত করার জন্য ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকার চেক-সহ ট্রফি তুলে দেওয়া হবে। এ দিনের খেলায় বিক্রমানগর দক্ষিণ পল্লী বালক সংঘকে ২-০ গোলে হারায় উদবাদল ক্লাব মাতৃভূমি। শুক্রবার উদবাদল প্রিন্স কর্ণ বনাম হলদিয়া অঞ্জলি এফ সি মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলার কর্মাধ্যক্ষ স্বপন দাস, হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা নায়ক, লাখী গ্রাম পঞ্চায়েত প্রধান শঙ্করী দাস প্রমুখ।
No comments