Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে টোটো চালক দের পথ অবরোধ

নন্দীগ্রামে টোটো চালক দের পথ অবরোধপ্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর রাজ্য সরকার সড়কপথে টোটো চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে। যাঁর ফলে রাস্তায় টোটো, মেশিন ভ্যান নামলেই পুলিশের ধরপাকড়।যে কারণে গ্রামীণ রাস্তায় টোটো চালক যাত্রী ব…

 




নন্দীগ্রামে টোটো চালক দের পথ অবরোধ

প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর রাজ্য সরকার সড়কপথে টোটো চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে। যাঁর ফলে রাস্তায় টোটো, মেশিন ভ্যান নামলেই পুলিশের ধরপাকড়।যে কারণে গ্রামীণ রাস্তায় টোটো চালক যাত্রী বহন শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তা বেহাল থাকার কারণে টোটো চালক থেকে পথচারীরা বারবার বিপদের সম্মুখীন হয়। সে কারণেই এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকের সাহাপুর থেকে নন্দীগ্রাম রাস্তার বেহাল দশা  সাধারণ মানুষ ও টোটো চালকরা পথ অবরোধ করে।এক প্রকার গ্রামের রাস্তা টোটো চালিয়ে দিন গুজরান করেন এটাই তাদের রুজি রোজগার, কিন্তু রাস্তা খানাখন্দ থেকে শুরু করে বীভৎসভাবে খারাপ থাকার কারণেই টোটো চাল গুড়া বাধ্য হয়েই পথে নামেনি এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা জানায় প্রশাসনিকভাবে আশ্বাস পেলেও কোনো কাজ হয়নি বারবার জানিয়েও কোনো সুরাহা হয় নি এই রাস্তার কিন্তু স্থানীয়দের নেতৃত্বে তৃণমূল নেতার উপর ভরসা করে তারা রাস্তার কাজ করার মত একটা জায়গা পৌঁছেছিলেন কিন্তু সে তৃণমূল নেতা-কর্মী গ্রেপ্তার যার ফলে তাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই এমনটাই জানিয়েছে টোটো চালকরা। প্রায় ৭ কিলোমিটার রাস্তা বেহাল থাকার কারণে বাধ্য হয়ে এদিন টোটো চালকরা  পথ অবরোধ করে। এমনকি তারা এও জানায় স্থানীয় ভিডিওকে জানিও এমনকি লিখিত আকারে পিডিকশন দিয়েও কোন লাভ হয়নি তাদের ফিরতে হয়েছে মুখ ফিরিয়ে নিয়েছে প্রশাসন এমনটাই অভিযোগ স্থানীয় মানুষজন থেকে টোটো চালক দের। বারে বারে প্রশাসনকে জানালে শুধু আশ্বাসই পায় কিন্তু কোন কাজ হয় না যে কারণে তারা বিক্ষোভ দেখে পথ অবরোধ করতে বাধ্য হয়।

No comments