Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌরসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

পৌরসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
 ২১ শের বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একে একে অনেকেই তৃণমূলের ছত্রছায়ায় সামিল হচ্ছে। সামনে পৌরসভা ভোট তারপূর্বে তাম্রলিপ্ত পৌরস…

 



পৌরসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান


 ২১ শের বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একে একে অনেকেই তৃণমূলের ছত্রছায়ায় সামিল হচ্ছে। সামনে পৌরসভা ভোট তারপূর্বে তাম্রলিপ্ত পৌরসভা বিজেপির নগর মন্ডলের সাধারণ সম্পাদক সহ বিজেপির একাধিক নেতৃত্বগন তৃনমূলে যোগদান করলেন। আজ তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র তিনি তার বিধায়ক কার্যালয় থেকে তমলুক বিধানসভা ও তাম্রলিপ্তপৌরসভা এলাকার একাধিক বিজেপি নেতৃত্বের হাতে দলীয় পতকা তুলে দেন। এদিনের যোগদান কর্মসূচিতে যোগদান করেন তমলুক নগর মন্ডলের বিশিষ্ট আইনজীবী বিশ্বনাথ মহাপাত্র, সাকনিক দাস অধিকারী, বিজেপির তমলুক নগর মন্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী, শেখর ঘোষ, শুভম জানা, যুধিষ্ঠির মাইতি, দেবানন্দ পট্টনায়ক, রাজবিহারী মিথুত সহ ২৫জন বিজেপি নেতৃত্ব তৃণমূলের পতাকা তুলে নেয় সৌমেন বাবুর হাত থেকে।


No comments