Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরেরের ঘটনা। এগরা বাজকুল রাজ্য সড়কের মনসাতলার কাছে আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম সুনির্ম…

 




লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর


লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরেরের ঘটনা। এগরা বাজকুল রাজ্য সড়কের মনসাতলার কাছে আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম সুনির্মল মাইতি। বয়স ৪৭ বছর। বাড়ি ভগবানপুর থানার খাজুরআড়ী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর সুনির্মল বাড়ি রং করার কাজ করতে অন্য দুই সঙ্গীর সাথে মোটরসাইকেল চেপে গান্ধীরোড়ের দিকে যাচ্ছিলেন। মনসাতলার কাছে বাজকুলগামী লরিটিকে অতিক্রম করছিল ওদের মোটরসাইকেল। এমন সময় হঠাৎই একটি সাইকেল লরির সামনে চলে এলে লরিটি সামান্য ডান দিকে চেপে আসে। তখনই মোটরসাইকেলের লুকিং গ্লাস লেগে যায় লরির গায়ে। আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেলটি। লরির চাকার তলায় পড়ে যায় মোটরসাইকেলের দুই যাত্রী। তাদেরই একজন ওপর দিয়ে লরির পেছনের চাকা চলে যায়। ভগবানপুর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে, মোটরসাইকেল চালক ও অপর যাত্রী মোটামুটি অক্ষত রয়েছেন। তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় মৃতের পরিবার ও এলাকার মানুষ ভেঙে পড়েছেন শোকে।

No comments