Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাম' শব্দের অর্থ কী?

'রাম' শব্দের অর্থ কী?
রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা রাম।  'রাম' শব্দের অর্থ- আনন্দ। রাম নাম স্মরণ করলে আনন্দে মন ভরে ওঠে। 
"একবার রাম নামে যত পাপ হরে,মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে।"
রাম নামের এমন মহা…

 




'রাম' শব্দের অর্থ কী?


রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা রাম।  'রাম' শব্দের অর্থ- আনন্দ। রাম নাম স্মরণ করলে আনন্দে মন ভরে ওঠে। 


"একবার রাম নামে যত পাপ হরে,

মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে।"


রাম নামের এমন মহান গুণ প্রকাশ পেয়েছে সর্বপ্রথম মহামুনি বাল্মীকির জীবনে। ভগবান ব্রহ্মা ও নারদের পরামর্শে দস্যু রত্নাকর রাম নাম উচ্চারণ <মরা নাম> আরম্ভ করতে থাকে। আর রাম নামের শক্তিতে সে সর্বপাপ হতে মুক্ত হয়ে মহাজ্ঞানী বাল্মীকি হিসেবে জগতে পরিচিত হয়। এই বাল্মীকিই রামায়ণের রচয়িতা।


রামকে শিষ্য রূপে বরণ করে বশিষ্ঠ ও বিশ্বামিত্র ধন্য হন। রামের চরণ স্পর্শে পাথররূপী অহল্যা মানবরূপ ধারণ করে অভিশাপ মুক্ত হন। রাম নামের গুণে পাথরও সমুদ্রে ভাসে। শর্বরী, হনুমান, জাম্বুবান, সুগ্রীব, বিভীষণ রামের দর্শন পেয়ে কৃতার্থ হয়েছিল। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। স্বয়ং ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্র রূপে ত্রেতাযুগের শেষ পর্যায়ে সূর্য বংশে অবতীর্ণ হন ধর্মপ্রাণ, পরাক্রমী, দয়ালু-চরিত্রবান রাজা দশরথের পুত্ররূপে। পিতৃ-সত্য রক্ষার জন্য কৈকেয়ীর আদেশে রাম বনবাসে যান। সীতাকে রাবণ হরণ করলে, রাম রাবণের সাথে যুদ্ধ করে রাবণকে বধ করেন। সমস্ত সংসার অত্যাচার মুক্ত হয়। জনক নন্দিনী সীতাকে মুক্ত করে রাম ইন্দ্রের পুষ্পক রথে চড়ে ফিরে এসেছিলেন অযোধ্যায়। আর সমগ্র অযোধ্যা নগরী নানা রকম প্রদীপ ও আলোকবর্তিকা ও সাজ-সজ্জায় পূর্ণ হয়। সকলের মন খুশিতে ভরে ওঠে। রামের চরণ স্পর্শে সমগ্র অযোধ্যাবাসী যেন আত্মহারা হয়ে ওঠে। সমগ্র ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ। অশুভ শক্তির বিনাশ ও অত্যাচারের পতন এবং শুভ শক্তির বিজয় হওয়ায় এই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বাড়িতে, দোকানে, অফিস-আদালতে ও রাস্তায় প্রদীপ জ্বালানো হয়।


রামচন্দ্র দক্ষ প্রজাপালক ও পুরুষোত্তম নামে জগতে পরিচিত হন এবং অনন্তকাল অবধি জগত সংসারে পূজিত হবেন। 


রামের ধ্যান:-


ওঁ নীরাম্ভোধরকান্তি কান্তমনিশং বীরাসনাধ্যাসিনম্।

মুদ্রাং জ্ঞানময়ী দধানমপরং হস্তাম্বুজং জানুনি।।

সীতাং পার্শ্বগতাং সরোরুহকরাং বিদ্যুন্নিভাং রাঘবম্।

পশ্যন্তি মুকুটাং গদা দিবি বিধা কল্পোজ্জ্বলাঙ্গং ভজে।।


মন্ত্র:-

ওঁ রাং রামায় নমঃ।

এই মন্ত্র জপ করলে সাধকের রামভক্তি দৃঢ় হয় এবং অন্তিমে মুক্তিলাভ হয়।


ওঁ নমো নারায়ণায়।

ওঁ হরি ওঁ তত্সত্।

ওঁ। 

রামই শক্তি, রামই মুক্তি, রাম পুণ্যকা ধাম।

#সংগ্রহীত

No comments