Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গবেষক তাজউদ্দীন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ঞ্জলি ও স্মারক গ্রন্থ প্রকাশ

গবেষক তাজউদ্দীন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ঞ্জলি ও স্মারক গ্রন্থ প্রকাশ

তুষার কান্তি খাঁ, বহরমপুর, প্রয়াত তাজ উদ্দিন বিশ্বাস ছিলেন একজন বিশিষ্ট গবেষক। তাঁর গবেষণা গ্রন্থ একালের গবেষকদের কাছে  এক অনন্য দলিল হিসেবে বিবেচিত হবে। তিনি ব…

 



গবেষক তাজউদ্দীন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ঞ্জলি ও স্মারক গ্রন্থ প্রকাশ



তুষার কান্তি খাঁ, বহরমপুর, প্রয়াত তাজ উদ্দিন বিশ্বাস ছিলেন একজন বিশিষ্ট গবেষক। তাঁর গবেষণা গ্রন্থ একালের গবেষকদের কাছে  এক অনন্য দলিল হিসেবে বিবেচিত হবে। তিনি বেশ কিছুদিন আগে মারা যান। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বহরমপুর গ্রান্ট হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে গবেষক টুকটুকি হালদার, 'মুর্শিদাবাদ আরশি'ও 'মুর্শিদাবাদের গ্রামীণ সংবাদ'। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গবেষ ক টুকটুকি হালদারের লেখা স্মারক গ্রন্থ 'শ্রদ্ধাস্পদেষু গবেষক তাজউদ্দীন বিশ্বাস স্মারক গ্রন্থ'প্রকাশ করেন তাঁর বিধবা পত্নী জাহানারা বেওয়া। অনুষ্ঠানে টুকটুকিহালদারের লেখা আরো একটি গ্রন্থ প্রকাশ করেন গবেষক সূর্যেন্দু দে।

        অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ছাড়া আরও অনেক গুণী ব্যক্তি । কবিতা আবৃত্তি করেন নদীয়া থেকে আগত বেতার শিল্পী কল্যাণী দেবনাথ, বাচিকশিল্পী সুপ্রিয়া ঘোষ প্রমূখ। অনুষ্ঠানে কয়েকজন গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন সমাজসেবী মদন সরকার। গান, আবৃত্তি, আলোচনায় এদিনের অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।

No comments