Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের নতুন বিল্ডিং এর দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে স্কুল গেটের সামনে বিক্ষোভ

স্কুলের নতুন বিল্ডিং এর দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে স্কুল গেটের সামনে বিক্ষোভমদন মাইতি ,পটাশপুর, পূর্ব মেদিনীপুর করোনার কারনে প্রায় দু'বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলছে স্কুল কলেজ। কিন্তু স্কুলের তালা খুল…

 


স্কুলের নতুন বিল্ডিং এর দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে স্কুল গেটের সামনে বিক্ষোভ

মদন মাইতি ,পটাশপুর, পূর্ব মেদিনীপুর করোনার কারনে প্রায় দু'বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলছে স্কুল কলেজ। কিন্তু স্কুলের তালা খুলতে ই দেখা দিল স্কুলের চাঙ্গর খোসে পড়েছে, দেওয়ালে ধরছে পাঠল। এ ছবি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনে। ঐ পরিস্থিতিতে অপেক্ষাকৃত ভালো ক্লাসরুম গুলোতে পড়ুয়াদের ক্লাস করানোর ব্যবস্থা করে স্কুল কৃতপক্ষ। বর্তমানে নবম ,দশম ,একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়া দের নিয়ে পঠনপাঠন শুরু হয়েছে কিন্তু পঞ্চম শ্রেণী থেকে ক্লাস শুরু হলে এত পড়ুয়া দের কোথায় ক্লাস করানো হবে। ঐ পরিস্থিতে স্কুল নতুন বিল্ডিং এর দাবিতে শুক্রবার ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। খবরে পেয়ে সোমবার স্কুল পরিদর্শনে আসেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও পটাশপুর দু'নম্বর ব্লকের বিডিও শুঙ্কু বিশ্বাস। এদিন স্কুল কৃতপক্ষের সঙ্গে এবিষয়ে একটি বৈঠক করেন এবং ভেঙ্গে পড়া ক্লাসরুম গুলোকে পরিদর্শন করে দ্রুত সমষ্যা সমাধানের আশ্বাস দেন তারা।

No comments