Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যাঘরুল কে বাঁচাতে বনদপ্তর এর উদ্দেশ্যে মুখ খুললেন বিজ্ঞান কর্মীরা

ব্যাঘরুল কে বাঁচাতে   বনদপ্তর এর উদ্দেশ্যে মুখ খুললেন বিজ্ঞান কর্মীরা
পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের আধিকারীক দের বা কোন সহৃদয় ব্যক্তি থাকেন প্রকৃত এটা কি? উৎঘাটন করবেন । আমরা গত ২০২০সালে সুতাহাটার শ্রীকৃষ্ণ পুর ধনবেড়িয়া বিশাল মা…

 


ব্যাঘরুল কে বাঁচাতে   বনদপ্তর এর উদ্দেশ্যে মুখ খুললেন বিজ্ঞান কর্মীরা


পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের আধিকারীক দের বা কোন সহৃদয় ব্যক্তি থাকেন প্রকৃত এটা কি? উৎঘাটন করবেন । আমরা গত ২০২০সালে সুতাহাটার শ্রীকৃষ্ণ পুর ধনবেড়িয়া বিশাল মাঠে হগলা বন এলাকায় একটি ব্যাঘরোল হলদিয়া মেছাদা রোডে মারা যায় তা বন দফতর মরে যাওয়ার আসল রহস্য উৎঘাটন পরিক্ষা করার জন্য নিয়েযায় , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের নকুল চন্দ্র ঘাটীর সহযোগিতায়।

বিজ্ঞাপন


এবারে রাত্রে আবার চোখে পড়ে  সঙ্গে সঙ্গে ছবি বহু কষ্টে মোবাইল বন্দিকরে বিজ্ঞানকর্মী নকুল চন্দ্র ঘাঁটি । তিনি বলেন আমার মনে হয় এটাও ব্যাঘরোল বা এই প্রজাতির কোন প্রানী ।

বিজ্ঞাপন


এই বিরলপ্রজার প্রানীটিকে ধরার ব্যাবস্থা করা হোক। এই অনুরোধ জানালেন বিজ্ঞানকর্মী নকুল চন্দ্রঘাঁটি' তিনি বনদপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে বললেন এবং সোশ্যাল সাইট ফেসবুকে তিনি এই লেখা পোস্ট করলেন।

No comments