Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইতিহাস ও Grand Trunk Road

রাস্তাটা বহু প্রাচীন মৌর্য যুগের। শের শাহ রাস্তাটা  আরো সংস্কার করে ঐ সময়ে চলার উপযোগী করে তোলেন। যোগাযোগ ব্যবস্থা উন্নত করে ব্যাবসার প্রসার করতে সচেষ্ট হন lগ্র্যান্ড ট্রাঙ্ক রোড এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ। বহু কাল …

 




রাস্তাটা বহু প্রাচীন মৌর্য যুগের। শের শাহ রাস্তাটা  আরো সংস্কার করে ঐ সময়ে চলার উপযোগী করে তোলেন। যোগাযোগ ব্যবস্থা উন্নত করে ব্যাবসার প্রসার করতে সচেষ্ট হন l

গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ। বহু কাল ধরে এটি উপমহাদেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে রাখে। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশাওয়ারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত পৌছায়।এর প্রাচীন নামের মধ্যে ছিল উত্তরপথ, শাহ রাহে আজ়ম, সড়কে আজ়ম, বাদশাহি সড়ক। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে বিস্তৃত রুট মৌর্য সাম্রাজ্যের সময় থেকে ছিল। এটি গঙ্গার মুখ থেকে সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। আধুনিক সড়কের পূর্ববর্তী সংস্করণটি সম্রাট শের শাহ শুরি নির্মাণ করেন। এতে প্রাচীন মৌর্য সড়কের সংস্কার ও বর্ধিত করা হয়। এর মাধ্যমে ঘোড়ার ডাকেরও বিস্তার সহজ হয় । ১৮৩৩ থেকে ১৮৬০ সালের মধ্যে ব্রিটিশরা এর আরো সংস্কারসাধন করে।

ট্রাঙ্ক রোড পথের তথ্য

দৈর্ঘ্য: ২,৫০০ কিমি (১,৬০০ মাইল)

বিদ্যমান: প্রাচীনকাল – বর্তমান

প্রধান সংযোগস্থল

পূর্ব প্রান্ত: সোনারগাঁও, নারায়ণগঞ্জ

পশ্চিম প্রান্ত: কাবুল

No comments